রাজ্যের শিল্পপতিদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, ১০টি বড় ঘোষণা

Advertisement

Advertisement

লকডাউনের সময়সীমা যে বাড়বে তা প্রায় বোঝাই যাচ্ছে। যদিও পুরোপুরি সেটা ঘোষিত হয়নি, তবে আগামী শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে বলে জানা গেছে। আজ নবান্নে রাজ্যের বণিকসভা ও শিল্পপতিদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ মানুষের যাতে অসুবিধা না হয়, তাঁর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। সেগুলি হল।

Advertisement

১) সমস্ত রকমের হোম ডেলিভারিতে ছাড়ের পাশাপাশি অত্যাবশ্যকীয় পণ্য বহনের ক্ষেত্রে ট্যাক্সি ব্যবহারের কথা তিনি উল্লেখ করেছেন।

Advertisement

২) এছাড়া জরুরি পরিষেবা চালু রাখতে কর্পোরেট সংস্থাগুলিকে দায়িত্ব নেবার অনুরোধ করেছেন।

Advertisement

৩) এছাড়া পিপিই ও মাস্ক তৈরির ক্ষেত্রে আগেই উলুবেড়িয়া এবং তন্তুজ, বঙ্গশ্রীকে কাজে লাগিয়েছিলেন, এবার এগুলি আরও বেশি করে যাতে তৈরী করা যায় তার জন্য ক্ষুদ্রশিল্পকে কাজে লাগাতে চান।

৪) এছাড়া ক্ষুদ্রশিল্পগুলিকে স্যানিটাইজার তৈরি করতে চান মুখ্যমন্ত্রী। তাঁর ইচ্ছা বাড়িতে বসে কাজ বাড়ানোর।

৫) সামাজিক দূরত্ব মেনে চা বাগান খোলার কথাও তিনি বলেছেন। অন্তত ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানের কাজ করতে চান। সেখানেও স্যানিটাইজিং মাস্ট বলেছেন।

৬) আর বেঙ্গল কেমিক্যালসের পরিকাঠামো ব্যবহার করে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ তৈরী করানোর কথাও উল্লেখ করেছেন।

৭) আবার করোনা সংক্রমণের হটস্পটগুলি চিহ্নিত করার জন্য ‘সন্ধান’ নামক একটি মোবাইল ম্যাপ চালু করবে রাজ্য সরকার।

৮) আর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩। গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন।

৯) আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৫ জন মারা গেছেন সেটা বলেছেন।

১০) রাজ্যে এখন ৫৬২ টি কোয়ারেন্টাইন সেন্টার, তবে আরও বাড়ানো হচ্ছে বলে তিনি বৈঠকে বলেছেন।