বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে, তাহলে কোনদিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত নোট একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে ১০০ টাকার এক বিশেষ নোট বিক্রি করলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। এর সিরিয়াল নম্বরে থাকতে হবে ৭৮৬ নম্বর। এই ৭৮৬ নম্বর মুসলিমদের জন্য খুবই পবিত্র ও ভাগ্যের প্রতীক। এই নোটের রঙ সাদা হতে হবে এবং এতে গান্ধিজির ছবি থাকবে। ওই নোট বিক্রি করে আপনি ৬ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আপনার কাছে এরকম ৫ টি নোট থাকলে আপনি রাতারাতি ৩০ লাখ টাকা পেতে পারবেন।
কিন্তু কোথায় বিক্রি করবেন এই সমস্ত পুরনো কয়েন? Indiamart.com, CoinBazzar বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত পূরণ করেন বিক্রি করতে পারেন। কিন্তু কি করে বিক্রি করবেন এই নোট? এই পুরনো নোট বিক্রির প্রক্রিয়া খুবই সোজা। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই খুব সহজেই বিক্রি করতে পারবেন পুরোনো নোট।
১) প্রথমে আপনি যেকোনো নোট বিক্রির পোর্টালে যান
2) সেখানে একজন বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধন করুন
3) সেখানে আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল নিবন্ধন করুন
4) সেখানে আপনার নোটের ছবি আপলোড করুন
5) এখন আপনার বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এবার যে কেউ আপনার নোট কিনতে চান, তিনি আপনার সাথে যোগাযোগ করবেন।
Taylor Swift made another high-profile appearance at Arrowhead Stadium on Monday night, stepping out in…
Netflix has officially announced the release date for One Piece Season 2, ending months of…
Taylor Frankie Paul, star of Hulu’s “The Secret Lives of Mormon Wives,” has officially been…
Dancing with the Stars judge Cheryl Burke made her highly anticipated return to the ballroom…
As Toronto Blue Jays ace Shane Bieber prepares to take the mound for Game 4…
Apple is speeding up its transition to advanced OLED display technology across its major product…