জ্যোতিষ

আজ ৫ ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – শরীর আজকে আপনার সাথ দেবে না, জ্বর অথবা পেট খারাপে ভুগতে পারেন। আপনি আজকে নিজের চিকিৎসা নিজেই করতে চাইবেন কিন্তু তা ভুলেও করবেন না। বেশি বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার প্রিয়জন আজকে আপনার কথার দ্বারা মনে আঘাত পাবে, সম্ভব হলে তার সঙ্গে ধীর-স্থির মাথায় কথা বলুন। আপনি যদি উচ্চশিক্ষা নিয়ে এগোতে চান তবে আপনারা আরও দীর্ঘ লড়াইয়ের প্রয়োজন আছে। আজ আপনি শুভ রং হিসেবে লাল রং পরিধান করতে পারেন।

বৃষ – আপনার আলস্য আপনাকে সাফল্য থেকে বঞ্চিত করবে। আপনি হয়তো কঠিন পরিশ্রম করতে চাইবেন কিন্তু আপনার শরীর আপনাকে কঠিন পরিশ্রম করতে দেবে না বলতো আপনি পিছিয়ে পড়বেন। নিয়মিত দুধ ও ডিম খান। শরীরে বাড়তি প্রোটিনের জন্য প্রোটিন জাতীয় খাবার খান এবং যোগাভ্যাস করুন। আপনার জন্য আজকে চাকুরীর ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে। দিনের শুরু আপনার পরিশ্রমের মধ্যে দিয়ে কাটলেও দুপুরের পর থেকে আলস্য আপনাকে চেপে ধরবে। আপনি আজ নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

মিথুন – আজ আপনার প্রেম করার জন্য আদর্শ দিন। প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে দূরে ভ্রমণে যেতে পারেন। আজ আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে। আপনাদের রসায়ন আজ দুর্দান্ত হয়ে উঠবে দুপুরের পর থেকে। এরা ব্যবসা করছেন তাদের ব্যবসার লাভ করেছে। আজ আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন যিনি আপনাকে ব্যবসার নতুন আইডিয়া প্রদান করতে পারেন। শুভ রং হিসেবে ধারণ করুন হলুদ।

কর্কট – স্ত্রীর সঙ্গে হোক অথবা স্বামীর সঙ্গে কিংবা সন্তানের সঙ্গে আজ আপনার কিছুতেই বনিবনা হবে না। তুচ্ছ কারণে ঝঞ্ঝাট লেগেই থাকবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনরকম দুঃসংবাদ আজ আপনি পেতে পারেন যা আপনাকে বিচলিত করবে। আপনি আজ হনুমান চালিশা পাঠ করতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হল নীল।

সিংহ – আপনার বন্ধু আজকে আপনার থেকে সাহায্য চাইবে। পরোপকারের জন্য আপনার মন আজ ব্যাকুল হয়ে উঠবে। দরিদ্র ভোজনে আজ আপনি নিজেকে নিয়োগ করতে পারেন। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে কাটলেও দুপুরের পর থেকে আপনি নিজেকে অন্যভাবে পরিবেশন করতে পারবেন। আপনার সেবায় অনেকেই গর্বিত অনুভব করবে এবং আপনার ধন্য ধন্য করবে। আজ আপনি শুভ রঙ হিসেবে সাদা রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

কন্যা – আজ আপনার পারিবারিক ও সামাজিক জটিলতা বৃদ্ধি পাবে। ছোটখাট ব্যাপারে আপনার সঙ্গে পরিবারের কলহ তৈরি হবে। কাজে সামান্য সমস্যা তৈরি হতে পারে। তবে যারা সাহিত্য ও কলা বিভাগে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অতি উত্তম। আজ আপনি নতুন কিছু পথ আবিষ্কার করতে পারেন যে আপনাকে ভবিষ্যতে আরো উচ্চস্তরের এগিয়ে দিতে পারে। শুভ রং হিসেবে আজকে আপনি ধারুন করুন লাল।

তুলা – আজকে আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে চরম বিবাদে জড়িয়ে যেতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গে আজকে আপনার শত্রুতা তৈরি হতে পারে। কেউ আপনার পিঠ পিছু ষড়যন্ত্র করতে পারে। যারা কলকারখানায় কাজ করছেন তাদের নতুন কাজের সুযোগ রয়েছে। বিদ্যার্থীরা যদি এখন থেকেই মনোযোগী না হন তবে বিদ্যায় সাফল্য পেতে দেরি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

বৃশ্চিক – আপনি আপনার বাড়ির কাজে হাত দেবেন।যদি আপনি বাড়ি রং করতে চান অথবা যদি কেউ বাড়ি কিনতে চান তবে আজকের জন্য দিনটি আপনার খুব শুভ। বাড়ি সংস্করণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। ‌ আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে, ব্যবসায় সাফল্য আছে। যারা শিক্ষকতার কাজে কাজ করছেন তাদের দায়িত্ব বৃদ্ধি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ এবং নীল।

ধনু – আপনার অপকর্মের শাস্তি আজকে আপনি পাবেন। আপনি নিজের বুদ্ধির ভুলে ভুল কাজ করে ফেলবেন যার জন্য আপনি শাস্ত্রীও পাবেন এবং আপনাকে পরবর্তীতে পস্তাতে হতে পারে। যে কোন কাজ করার আগে স্ত্রীর সঙ্গে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে নিন। আপনি পিতা-মাতাও আপনাকে আদর্শ পথ দেখাতে পারেন। বাড়িতে বন্ধু সমাগম এবং অতিথি সমাগম আছে। আজ আপনার জন্য শুভ রং হল কমলা।

মকর – আজ আপনি অত্যাধিক খরচ করে ফেলতে পারেন আপনার পরিবারের জন্য। ছোটদের আবদার আছে আপনার জন্যই থাকবে। ছোটদের আবদার মেটানোর জন্য আপনার পকেট গড়ের মাঠ হয়ে যেতে পারে। বাড়িতে অতিথি সমাগম হবে এবং আপনি নতুন কিছু উপহার পেতে পারেন। যারা কৃষিক্ষেত্রে কাজ করছেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন উভয়ই লাভবান হবেন। আপনার থেকে যদি কেউ টাকা ধার নিয়ে থাকে সে আজকে আপনাকে টাকা ফেরত দেবে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং লাল।

কুম্ভ – লটারি কেটে ফেলুন আজকে আপনার লটারিতে বিপুল অংকের যোগ রয়েছে। আজ আপনি কারো র থেকে হঠাৎ টাকা পেতে পারেন। কেউ যদি আপনার থেকে টাকা ঋণ নিয়ে থাকে সে আজকে আপনাকে শোধ করে দেবে। আজ আপনার ঘরের লক্ষী বাস করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অতি উত্তম, উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আপনি আজ শুভ রঙ হিসেবে সাদা রং পরিধান করতে পারেন।

মীন – যদি আপনি পূর্বে কোথা থেকে ঋণ নিয়ে থাকেন তবেই বকেয়া টাকা আজকে শোধ করার দিন। আপনার থেকেও যদি কেউ কখনো ঋণ নিয়ে থাকে তবে তিনি আজকে আপনার বকেয়া টাকা শোধ করে দেবে। আজ আপনার আয় ভালো হবে। যার শিল্পভাস্কর্য সঙ্গে যুক্ত আছেন তারা নতুন কাজের সুযোগ পাবেন। পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হলো কমলা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Hunger Games on Stage ‘Dazzles’ London — Critics Say It’s All Spectacle, No Soul

Hunger Games on Stage ‘Dazzles’ audiences in London but has drawn mixed critical responses after…

November 13, 2025

South Africa Announces Bold Plan to Bid for the Olympic Games — A Historic Move in 2025

South Africa has stunned the sporting world with a jaw-dropping announcement: the nation intends to…

November 13, 2025

Wicked: For Good Could Break Every Box Office Record in 2025 — Here’s Why

Universal Pictures’ Wicked: For Good, directed by Jon M. Chu, is tracking to become one…

November 13, 2025

Predator: Badlands Just Changed the Alien Universe Forever — Fans Are Losing It

Predator: Badlands, directed by Dan Trachtenberg, has become one of 2025’s most talked-about sci-fi releases.…

November 13, 2025

Alldritt Takes Charge for France — Team Looks to Bounce Back vs Fiji After SA Loss

France’s rugby team is turning the page after a shocking 32-17 defeat to South Africa.…

November 13, 2025

How a Missed Wedding Changed ‘Jay Kelly’ Star Billy Crudup’s Life Forever

In a reflective conversation ahead of the release of Jay Kelly, actor Billy Crudup opened…

November 13, 2025