অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) টলিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। কিন্তু দেবলীনা মানেই সুপার ট্রোলিং। মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর বাড়ির বৌ হওয়ার পর থেকেই তাঁর প্রতি নেটিজেনদের ‘এক্সপেক্টেশন’ অনেক বেড়ে গেছে। নেটিজেনদের একাংশ যেন দেবলীনার পায়ে মহানায়কের নাত বৌ হওয়ার কারণে নিয়ম-কানুনের বেড়ি পরিয়ে দিতে চাইছেন। অপরদিকে ট্রোলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেই ব্যাপারে তিনি ওপেন ফোরামে গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakraborty)-র সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনা দেখে ট্রোলারদের মাথা গরম হয়ে গেল। তাঁরা দেবলীনার জিম আউটফিট পরা একটি ছবিকে ট্রোল করতে শুরু করেছিলেন। তাঁদের মতে, দেবলীনার কোনো ড্রেস সেন্স নেই। অনেকে আবার প্রশ্ন করেন, দেবলীনা মাস্ক পরেননি কেন! দেবলীনা ট্রোলারদের পাল্টা জবাব দিয়ে বলেন, এত রাগ করলে কোভিড হয়ে যেতে পারে। কিন্তু নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, দেবলীনা সবসময় রোগা থাকতে চান কেন? দেবলীনা জানিয়েছেন, শৈশবে তিনি যথেষ্ট মোটা ছিলেন। কিন্তু অভিনয় জগতে আসার পর ধীরে ধীরে নিজের ওজন কমাতে শুরু করেন দেবলীনা। দেবলীনা নিজেই নিজের ফিগারের প্রশংসা করে বলেছেন, তিনি নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চান। তাছাড়া একসময় মোটা থাকার ফলে এখনও তাঁর মধ্যে আবারও হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার ভয় কাজ করে। গত বছর লকডাউনের সময় জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে কলকাতার রাজপথে বেরিয়ে পড়েছিলেন দেবলীনা। সাইক্লিং তাঁকে দ্রুত ওজন কমাতে সাহায্য করেছে বলে জানিয়েছেন দেবলীনা।
গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee) ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।
এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।
Kylie Jenner has once again left fans speechless with a jaw-dropping Instagram post that quickly…
The Titans are back — and fans are already buzzing with jaw-dropping excitement. Apple TV+…
Puzzle lovers were left emotional and buzzing after today’s NYT Connections challenge revealed its jaw-dropping…
Wordle fans were left both emotional and relieved after today’s viral puzzle finally revealed its…
Australian DJ Dom Dolla has left fans speechless after scoring one of the most jaw-dropping…
Marvel fans are buzzing after a jaw-dropping report confirmed that Tobey Maguire’s Spider-Man will appear…