চলতি বছরের শুরু থেকেই ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের। জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। গত শনিবার দাম অনেকটা বেড়ে যাওয়ার পর, আজ সপ্তাহের শুরুতে সোমবার সোনা ও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। আজকে সোনা ও রুপোর দর কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মাল্টি কমো লডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, সপ্তাহের শুরুতে আজ সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬,৯৫০ টাকা। সোনার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে রুপোর দরও। আজ বাজারে ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৮,৬০০ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
The wait is finally over — and fans are buzzing with excitement. Jujutsu Kaisen Modulo…
YouTube creator Cody Detwiler, known for his viral WhistlinDiesel stunts, was arrested on Wednesday, November…
The launch of Call of Duty: Black Ops 7 has sparked a shocking wave of…
In the year the 1995 BBC miniseries and 2005 film adaptations of Pride & Prejudice…
It’s the moment pop culture fans have been waiting for — and it’s finally here.…
The Daily Show addressed Megyn Kelly’s controversial comments about Jeffrey Epstein during a November 13…