আইকনিক বাইক Yahama RX100 নতুন অবতারে লঞ্চ করছে, জানুন বিস্তারিত

অনেক নতুন প্রযুক্তির বাইক বাজারে এলেও RX100 বাইকের নস্টালজিয়া এখনও ভুলতে পারেনি মানুষ

Advertisement

Advertisement

নব্বই দশকের শুরুতে ভারতের মোটরসাইকেল বাজারে এক ঝড় তুলেছিল Yamaha RX100। তার ঝকঝকে চেহারা, ঝটপট গতি এবং শক্তিশালী ইঞ্জিন অনেকেরই পছন্দের বাইক হয়ে উঠেছিল। তরুণ সমাজের কাছে এই বাইকের জনপ্রিয়তা ব্যাপক বেড়ে গেছিল। তবে এখনও সেই বাইকের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। বহু নতুন প্রযুক্তির বাইক বাজারে এলেও RX100 বাইকের নস্টালজিয়া এখনও ভুলতে পারেনি মানুষ।তবে এবার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। Yamaha RX100 নতুন রূপে বাজারে ফিরছে। এই লেজেন্ডারি বাইকটির নতুন মডেলটি আরও শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ডিজাইন এবং অনেক নতুন ফিচার নিয়ে আসছে।

নতুন Yamaha RX100 এর ডিজাইন একদম নতুন। বাইকটির লুক অনেক আকর্ষণীয় হবে। বাইকে একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থাকবে, যাতে স্পিডোমিটার, ওডোমিটার, মাইলেজ সূচক, জ্বালানী স্তরের সতর্কতা এবং এমনকি এসএমএস বিজ্ঞপ্তিগুলিও দেখা যাবে। বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা থাকবে, যাতে আপনি রাইডিং করার সময়ও আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো হয়েছে। নতুন ইঞ্জিনটি আরও শক্তিশালী এবং দক্ষ। এই ইঞ্জিনটি প্রতি লিটারে প্রায় ৮০ কিলোমিটার মাইলেজ দেবে। যার ফলে দূরের যাত্রা করা আরও সহজ হবে।

নতুন Yamaha RX100-এর দাম প্রায় ১ লক্ষ টাকা হবে। এই দামে বাইকটির যে সব ফিচার দেওয়া হচ্ছে, তা অনেকের কাছেই আকর্ষণীয় হবে। এখনও পর্যন্ত নতুন ইয়ামাহা আরএক্স ১০০ কবে লঞ্চ হবে, সে সম্পর্কে কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তবে এই খবর ইতিমধ্যেই বাইক প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। আপনিও যদি এই লেজেন্ড বাইকের ফ্যান হন, তাহলে আর মাত্র কিছুদিন অপেক্ষা করুন এই নতুন Yamaha RX100 বাইক কিনে নেওয়ার জন্য।

Recent Posts