Categories: দেশনিউজ

চিন ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে শক্তিশালী ও বুদ্ধিমান প্রহরী রাখছে ভারত

দুই দেশের সঙ্গে সংযুক্ত সীমান্তে নতুন প্রহরী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

Advertisement

একদিকে পাকিস্তান তো আরেকদিকে চীন। দুই দেশই ক্রমাগত সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। আর এবার এই দুই দেশকেই উচিত শিক্ষা দেবে ভারত। দুই দেশের সঙ্গে সংযুক্ত সীমান্তে নতুন প্রহরী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। তবে এই প্রহরী কিন্তু মানুষ নয়, এই প্রহরী হল এক বিশেষ ড্রোন।

Advertisement

এই ড্রোনের নাম MQ-9 রিপার ড্রোন। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারত এই ড্রোনটিকে কিনবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই রিপার ড্রোন প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৩০ কিমি বেগে ছুটতে পারে। এমনকি প্রায় ৫০ হাজার ফিট উঁচুতেও উড়তে পারে। রাডারের নজর এড়াতেও পারে এই রিপার ড্রোন। শুধু এইটুকুই নয়, নিজের ওজনের সাথেই প্রায় ৪৮০০ কেজি অস্ত্র ও বিস্ফোরক বোঝাই করতে পারে।

Advertisement

সীমান্তের বহু এমন জায়গা আছে, যেখানে বায়ুসেনারা পৌঁছাতে পারেন না। সেখানে অনায়াসে চলে যাবে এই ড্রোন। এমনকি আক্রমণ ও করবে। আর তাই চিনের বিরুদ্ধে লড়ার জন্য এই শক্তিশালী ড্রোনকেই কিনতে চায় ভারত। প্রসঙ্গত, এই ড্রোনের দ্বারা কয়েক মাস আগে আমেরিকা ইরানের বাগদাদে জেনারেল কাশিম সুলেমানিকে খতম করেছিল।

Advertisement

Recent Posts