ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নতুন নিয়ম। আসলে ভারতীয় রেল সম্প্রতি নতুন নতুন কিছু নিয়ম এনেছে যা দূরপাল্লার ট্রেন যাত্রীদের জানা অবশ্যই উচিত।
ভারতীয় রেল সম্প্রতি নির্ধারণ করে দিয়েছে যে একজন যাত্রী তাঁর সাথে সর্বোচ্চ কত কেজি ওজন নিয়ে ভ্রমণ করতে পারবেন। আর নির্ধারিত সীমার বেশি ওজন থাকলে ওই যাত্রীকে পার্সেল কার বুক করতে হবে। আসলে অনেকেই ট্রেনে নিজের সাথে অনেক বেশি ওজন নিয়ে ভ্রমণ করেন। এরফলে তাঁর এবং সহযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই রেল প্রত্যেক কামরার জন্য ওজন নির্ধারণ করে দিয়েছে। আসলে ভারতীয় রেল ধীরে ধীরে সেমি হাই স্পিড এবং হাই স্পিড ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। আর সেই সব ট্রেনে ওজনের ভারসাম্য রাখা খুবই জরুরী। কোন টিকিটে কত ওজন নিয়ে যাওয়া যাবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
স্লিপার ক্লাসে ৪০ কেজি পর্যন্ত আনা যায়। একই সময়ে, এসি 2 টিয়ারে এই সীমা ৫০ কেজি পর্যন্ত। এছাড়াও, আপনি প্রথম শ্রেণীর এসি-তে ৭০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন। আপনি অতিরিক্ত অর্থপ্রদান করে ৮০ কেজি পর্যন্ত এটি করতে পারেন। এর চেয়ে বেশি ওজন নিয়ে যাওয়া আইনত অপরাধ। এর চেয়ে বেশি ওজন থাকলে রেলওয়ের কাছে ১০৯ টাকা দিয়ে লাগেজ ভ্যান বুক করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কোনো যাত্রী তাঁর সাথে দাহ্য রাসায়নিক, অ্যাসিড, পটকা, ঘি, চামড়া, তেল, গ্রিজের মতো জিনিস নিয়ে ভ্রমণ করতে পারেন না।
The jungle adventure is coming to an end. Dwayne Johnson has officially announced that filming…
Brazilian lifestyle influencer Yasmim Ângela Feitosa de Souza has died at age 26, just two…
The wasteland just got darker. Prime Video has dropped the explosive trailer for Fallout Season…
For the first time in American music history, an AI-generated country song has taken the…
Hunger Games on Stage ‘Dazzles’ audiences in London but has drawn mixed critical responses after…
South Africa has stunned the sporting world with a jaw-dropping announcement: the nation intends to…