Today Trending Newsদেশনিউজ

‘ইনশাল্লাহ, দিল্লির পরিস্থিতি এখন শান্ত’, জানালেন অজিত দোভাল

Advertisement

উত্তর-পূর্ব দিল্লিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের তরফে সক্রিয় হয়েছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। এলাকার পরিস্থিতির পর্যালোচনা করতে গত তিন দিন ধরে বেশ কয়েকবার হিংসার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। যিনি দু’দিন ধরে রাস্তায় সংঘর্ষের প্রত্যক্ষদর্শী হতে মওজপুরেও গিয়েছিলেন। এদিন সাংবাদিকদের তিনি বলেন যে, পুলিশ রাজধানীতে শান্তি প্রতিষ্ঠা করেছে। তিনি আরও জানান যে, তাঁকে ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যালোচনা সভা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, চব্বিশ ঘন্টার মধ্যে দাঙ্গাপ্রবণ এলাকায় ডোভালের এটি দ্বিতীয় ভ্রমণ ছিল।

সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল উত্তর-পূর্ব দিল্লি। বেশ কয়েকটি এলাকায়, পুলিশের পক্ষ থেকে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল কিছুদিন আগে বেশ কয়েকটি এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। নিউজ চ্যানেল এনডিটিভিকে তিনি বলেছিলেন যে, পুলিশকে “দক্ষতা এবং উদ্দেশ্য” সম্পর্কে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন : অমিত শাহের পদত্যাগের দাবি চাইলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

গতকাল সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফিরে যাওয়ার পরই আসরে নামেন অজিত ডোভাল। সমস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। কড়া নজর রাখেন দাঙ্গা বিধ্বস্ত এলাকার উপর। পরে এদিন জানান, ‘আপাতত শান্ত রয়েছে দিল্লির পরিস্থিতি।’ পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

Related Articles

Back to top button