ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI-তে এই অ্যাকাউন্ট খুললেই পাবেন ৩ লক্ষ টাকার সুবিধা, জেনে নিন এই বিশেষ প্রকল্প সম্পর্কে

স্টেট ব্যাংক এখন এই ক্রেডিট কার্ড প্রকল্পটি প্রত্যেক কৃষকের জন্য চালু করতে চলেছে

Advertisement

Advertisement

আজকালকার দিনে কৃষকদের সমস্ত সমস্যা দূর করার জন্য এবং কৃষকদের স্বাবলম্বী করার জন্য কিষান ক্রেডিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে উঠেছে। ফসল ফলানোর জন্য লাঙ্গল কেনা বা চাষ করার বীজ কেনার জন্য এটি অত্যন্ত উপযোগী একটি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কিষান ক্রেডিট কার্ড স্কিম চালাচ্ছে। এর অধীনে এসবিআই বা অন্য কোন ব্যাংকে গিয়ে আপনি একাউন্ট খুলতে পারেন। এতে কৃষকদের তিন লক্ষ টাকা দেওয়া হয় লোন নেওয়ার জন্য।

Advertisement

কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী টুইটারে ঘোষণা করে দিয়েছে এই ক্রেডিট কার্ড প্রকল্প গ্রহণ করলে কৃষকরা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস লোন নিয়ে কিনতে পারেন। অন্যান্য প্রয়োজনের জন্য ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে কম সুদের ঋণ প্রদান করে থাকে এই অ্যাকাউন্ট। কৃষকরা নিকটস্থ শাখায় গিয়ে আজকেই কিষাণ ক্রেডিট কার্ড একাউন্ট খুলতে পারেন। কৃষকদের স্বাবলম্বী করার জন্য এবং তাদেরকে সস্তা সুদের হারে ঋণ দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।

Advertisement

এই প্রকল্পের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন কৃষকরা। সরকার সময়মতো ঋণ ফেরত দেওয়া কৃষকদের সুদের হারে আরও ৩ শতাংশ ছাড় দিচ্ছে। অর্থাৎ আপনারা মাত্র ৪ শতাংশ সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার। ১৮ থেকে ৭৫ বছর বয়সী যে কোন কৃষক এই প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারেন। বিভিন্ন কৃষিকাজের জন্য এই ঋণ আপনি গ্রহণ করতে পারেন। এজন্য আপনাকে প্রধানমন্ত্রী কিষান পোর্টাল থেকে এই ফর্ম ডাউনলোড করে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে আপনাকে স্টেট ব্যাংকে গিয়ে জমা করতে হবে। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা এবং অন্যান্য ব্যাংকেও এই সুবিধা আপনি পাবেন।

Advertisement

Recent Posts