জুনেই হবে ভোটগ্রহণ রাজ্যসভার ১৮ টি আসনে, নির্ঘন্ট প্রকাশ নির্বাচন কমিশনের
নয়াদিল্লি: নিশ্ছিদ্র সুরক্ষা বলয় বঙ্গ ভোটে (Election), ঐতিহাসিক নির্বাচন হবে আট দফায়! নবান্ন দখলের লড়াই এবার প্রকৃত অর্থে শুরু হতে চলেছে রাজ্যে। বিধানসভা নির্বাচনের (Assembly Election) দিন ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির (February) পর। শুধু পশ্চিমবঙ্গই (Westbengal) নয়, একই সঙ্গে ঘোষণা হতে পারে অসম (Assam), কেরালা Kerala), তামিলনাডু (Tamilnadu) ও পুদুচেরির (Pandicheri) নির্বাচনের দিন ঘোষণা হবে একই সাথে। এখন এইসব রাজ্যগুলির ভোটের প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (Election Commission)।
প্রস্তুতি পর্যবেক্ষণের কাজ শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আর তারপরেই ঘোষণা হবে ভোটের দিন। কমিশন সূত্রে খবর বাংলার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অন্য রাজ্যগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৩ দফায় নির্বাচন হলেও বাংলায় নির্বাচন হতে পারে আট দফায়।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে ৭ থেকে ৮ দফায়। অসমে নির্বাচন হতে পারে ২ থেকে ৩ দফায়। আর তামিলনাডু, কেরালা ও পুদুচেরিতে ভোট হতে পারে ১ দফায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? কমিশন সূত্রে খবর ভোট প্রক্রিয়া নিশ্ছিদ্র করার জন্যেই বঙ্গে ৭-৮ দফায় নির্বাচন হবে। তাছাড়া বিরোধী দল এবং ভোট কর্মীদের অভিযোগ গুলিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিশ্ছিদ্র সুরক্ষা বলয় বঙ্গ ভোটে, কমিশন সূত্র জানিয়েছে, ভোট গ্রহন শেষ হবে আগামী ১লা মে’র মধ্যে। ভোটের ফল বেরিয়ে যাবে ১২ই মের মধ্যে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখন সার্বিক ভাবে বিভিন্ন রাজ্যে ভোট পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রতিনিধি দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার এবং কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।
সূত্রের খবর, একাধিক ভোটকর্মী সংগঠনের স্মারকলিপি পেয়েছে কমিশন। তাই ভোট কর্মীরা যাতে অবাধ ভোট করাতে পারেন সে বিষয়ে নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরী করার হবে। বুথের অন্দরে থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়াও ১০০ শতাংশ বুথে ক্লোজ শার্কিট ক্যামেরা লাগানো হতে পারে। সূত্র জানাচ্ছে স্পর্শ্বকাতর সমস্ত বুথে থাওকে ভিভিপ্যাড।
Actor Frankie Muniz has revealed new details about his long-lost friendship with Hilary Duff, claiming…
Singer and actress Ariana Grande made a dazzling red-carpet return in New York City on…
Jen Affleck’s Dancing with the Stars journey came to an unexpected end on October 28…
Hugh Jackman and Sutton Foster officially stepped out as a couple on October 26 during…
North West, daughter of Kim Kardashian and Kanye West, is once again making headlines for…
Model and actress Emily Ratajkowski made waves online this week after sharing a new photo…