রাজ্যের কোন কোন হাসপাতাল খোলা আর বন্ধ, রইল সেই তালিকা

Advertisement

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোনো হাসপাতালের বিশেষ কিছু বিভাগ বন্ধ করে রাখা হয়েছে। কোন কোন হাসপাতাল সম্পূর্ণ খোলা আর কোন হাসপাতাল আংশিক বন্ধ, রইল সেই হাসপাতালগুলির তালিকা।

Advertisement

১) চার্ণক হাসপাতাল আংশিক বন্ধ।

Advertisement

২) পিয়ারলেস হাসপাতাল আংশিক বন্ধ রাখা হয়েছে।

Advertisement

৩) দমদমের ILS হাসপাতাল ও আংশিক বন্ধ।

৪) আংশিক বন্ধ রয়েছে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। 

৫) কামারহাটির সাগর দত্ত হাসপাতালের ২ টি বিভাগ বন্ধ রয়েছে।

৬) বেহালার বিদ্যাসাগর স্টেট হাসপাতালের ২ টি বিভাগ বন্ধ।

৭) বেলেঘাটা ID হাসপাতালে করোনা রোগী ছাড়া অন্য রোগী বন্ধ। 

৮) জোকা ESI হাসপাতালেও করোনা রোগী ছাড়া অন্য রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। 

৯) সল্টলেকের আমরিতে শুধু করোনা রোগী ভর্তি নেওয়া হচ্ছে।

১০) জোকা ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে করোনা রোগী শুধুমাত্র ভর্তি নেওয়া হচ্ছে।

১১) ডিসান হাসপাতালের কিছু অংশ করোনা রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

১২) MR বাঙুর হাসপাতাল শুধু করোনা রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

১৩) ঠাকুরপুকুর BMRI হাসপাতাল সম্পূর্ণ বন্ধ।

১৪) তেঘরিয়ার স্পন্দন হাসপাতাল বন্ধ রাখা হয়েছে। 

Recent Posts