পরনে কালো শাড়ি, হাতে গীতবিতান, মিমি গাইলেন ‘আমারো পরানো যাহা চায়’

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: নিজস্ব ইউটিউব চ্যানেলে এবার দেখা গেল অভিনেত্রী মিমির এক অন্যরূপ। দর্শকদের অনুরোধে তিনি নিজেই গাইলেন কবিগুরুর লেখা সেই বিখ্যাত গানের লাইনগুলি “আমারো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারো পরানো যাহা চায়”। তার সেই সুরের মূর্ছনায় আজকের এই বৃষ্টি বাদল দিনে প্রেমের জোয়ারে ভেসে উঠলো সোশ্যাল মিডিয়া। মিমির অসাধারণ গায়কী শুনে মনে হতেই পারে আপনি শান্তিনিকেতন কিংবা রবীন্দ্রভারতীর প্রাঙ্গণে বসে আছেন। রবীন্দ্র সংগীতের নিবেদনে ভরপুর গানের রোমান্টিক আবহাওয়া।‌

Advertisement

বেশ কয়েকদিন আগেই এই গানটি মুক্তি পাওয়ার খবর সোশ্যাল মিডিয়া মারফৎ একটি ছোট্ট টিজারে জানিয়ে দেন মিমি। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আজই সকাল ১১টায় মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত গানটি। পরনে কালো শাড়ি, গীতবিতান হাতে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী, শুরু করলেন গান। পুরো মিউজিক ভিডিওটিতে ক্যামেরার কাজ এবং লোকেশন দুটিই যথেষ্ট মানানসই। সেই সঙ্গে অভিনেত্রীর সাবলীল এক্সপ্রেশন গানে নতুন মাত্রা যোগ করেছে।

Advertisement

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটির ভিউজ প্রায় 33 হাজার ছাড়িয়ে গিয়েছে। ১২বছর আগের ‘গানের ওপারে’র সেই পুরোনো মিমিকে যেন নতুন করে ফিরে পেলেন দর্শকরা ভিডিও দেখে এটাই বক্তব্য নেটিজেনদের। ইউটিউব চ্যানেলে এর আগে ‘আনজানা’ এবং ‘পরি হু ম্যায়’ নামের আরও দুটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন অভিনেত্রী। পূর্ববর্তী গানগুলির অভূতপূর্ব সাফল্যের কথা মাথায় রেখে এবার দর্শকদের অনুরোধেই রবীন্দ্র সংগীতে ফিরলেন তিনি, এবং এবারেও করলেন বাজিমাত।

Advertisement

চলতি বছরেই অভিনেতা জিৎ এর সঙ্গে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন একটি ছবিতে যে সিনেমার নাম ‘বাজি’। লকডাউনের কারণে যার কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছে, এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলেন মিমি। তার সেই অসাধারণ গানের ভিডিওটি নীচের ওয়ালে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Recent Posts