ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন, নতুন বছরে বিয়ের পিঁড়িতে ওম-মিমি

2021 শুরু হওয়ার প্রথম দিনেই টেলিটাউনের চর্চিত জুটি ওম সাহানী(om sahani) এবং মিমি দত্ত(Mimi Dutta) রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিলেন নিজেদের  দীর্ঘদিনের সম্পর্ককে।  রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও…

Avatar

2021 শুরু হওয়ার প্রথম দিনেই টেলিটাউনের চর্চিত জুটি ওম সাহানী(om sahani) এবং মিমি দত্ত(Mimi Dutta) রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিলেন নিজেদের  দীর্ঘদিনের সম্পর্ককে।  রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন।  এরপর হয় কেক কাটিং সেরেমনি।  কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।

রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি।  ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না।  পুনরায়  2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। আপাতত রেজিস্ট্রি ম্যারেজ হলেও মিস্টার ও মিসেস সাহানী জানাননি তাঁদের সামাজিক বিয়ের তারিখ।