Categories: দেশনিউজ

দেশের করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

বিশ্বের তাবড়-তাবড় দেশকে পিছনে ফেলে ভারতে প্রতিদিন ক্রমে উর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের মাত্রা।

Advertisement

Advertisement

ফের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। সংক্রমণ থামার কোনো লক্ষ্মণই নেই। যার ফলে চিন্তায় ফেলেছে সরকারকে। প্রতিদিন করোনা সংক্রমণের ফলে আক্রান্ত হচ্ছেন ২৩ থেকে ২৪ হাজার মানুষ। ইতিমধ্যে বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ভারত তিন নম্বরে জায়গা করে নিয়েছে।

Advertisement

বিশ্বের তাবড়-তাবড় দেশকে পিছনে ফেলে ভারতে প্রতিদিন ক্রমে উর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের মাত্রা। আর এই পরিস্থিতির ফলে ফের উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। যার ফলে এদিন তিনি ফের বৈঠকে বসলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সচিব ও অন্যান্য আধিকারিকগণ। বিশেষ সূত্রের খবর, বৈঠকে মূলত দেশের করোনা পরিস্থিতি কী সেই বিষয় নিয়েই আলোচনা চলছে। কীভাবে এই সংক্রমণের হাত থেকে নিস্তার পাওয়া যায় তাই নিয়েই চলেছে বৈঠক। ফের দেশ জুড়ে লক ডাউন জারি হবে কিনা তাই নিয়েও গুজব রটেছে। তবে সরকারের তরফ থেকে এমন কোনো নির্দেশ জারি করা হয়নি।

Advertisement

করোনা পরিস্থিতি এমন আকার নিয়েছে যার ফলে দেশের বেশ কিছু রাজ্য সিদ্ধান্ত নিয়েছে কঠোর লক ডাউনের। দেশও কী সেই পথে হাঁটবে? জানা যায়নি এমন কোনো খবর। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২৭ হাজার ১১৪ জন ও ৫১৯ জনের। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১২৯ জন।

Advertisement

Recent Posts