বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান, শুরু করার জন্য তাদের কোনো বড় রিয়্যালিটি শো-এর অপেক্ষায় থাকতে হয় না।
প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম, যার সাহায্যে তারা নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হন।
সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি তেমনই এক সুন্দরী যুবতী মেয়ে বলিউডের হিন্দি গানে আবেদন পূর্ণ নাচ পরিবেশন করে উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী লাল শাড়িতে এবং লাল ঝকমকে স্লিভলেস ব্লাউজে বলিউডের হিট আইটেম নম্বর ‘পানি পানি’তে জোর আবেদন পূর্ণ নাচ নাচছেন। এই সুন্দরী যুবতী মেয়েটি খোলা চুলে, হালকা মেকাপে রীতিমতো লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একাধিক পুরুষ নেটিজেনের ঘুম উড়েছে। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। তবে তার নাচের ধরণ দেখেই স্পষ্ট তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। এই ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মধ্যে। বর্তমানে এই ভিডিওর ভিউজ ৭ লাখ ৯৩ হাজার, ভিডিওটি শেয়ার করেছেন দেড় হাজার নেটিজেন।
The countdown is officially on: My Hero Academia Final Season Episode 8 is about to…
The countdown is on: Stranger Things Season 5 is almost here, and fans are bracing…
David Tennant is officially returning to the BBC with a gripping new season of Time…
The PlayStation Store has officially launched its Black Friday 2025 sale, featuring major discounts on…
The gritty oilfield drama Landman is back — and fans are already buzzing about what’s…
The Houston Texans delivered a jaw-dropping defensive masterclass that left NFL fans speechless. On Thursday…