Categories: দেশনিউজ

নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে পাক জঙ্গিরা, বরফে ঢাকা কাশ্মীরের রাস্তা

Advertisement

Advertisement

গত কয়েকমাস ধরে লাগাতার কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।জইশ-ই – মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাত ধরে ভারতে সন্ত্রাস চালাতে তৎপর পাকিস্তান।তাই পাকিস্তান সীমান্তে তৈরী হয়েছে জঙ্গি ক্যাম্প।কিন্তু কাশ্মীর সীমান্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশে বন্ধ হয়ে যাওয়ায় এবারে ভারত ও নেপাল সীমান্তকে নিশানা করলো জঙ্গিরা।

Advertisement

শীতকালে কাশ্মীর সীমান্ত বেশিরভাগ বরফে ঢাকা তাই ওই রাস্তা দিয়ে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ সুবিধাজনক নয়। তাই প্রয়োজনে বিকল্প রাস্তার সন্ধানে নেমেছে জঙ্গিরা।ভারত- নেপাল সীমান্ত পাকিস্তানের থেকে কম সুরক্ষিত থাকায় এই সীমান্তকে এবারে হাতিয়ার করেছে জঙ্গিরা।

Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর নেপাল সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করেছে সাতজন পাকিস্তানী জঙ্গি। খবর সূত্রে জানা গেছে জঙ্গিরা ঢোকার সময় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র নিজেদের সাথে এনেছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যায় ঘাঁটি তৈরী করেছে জঙ্গিরা। এবং সেখান থেকে কাশ্মীরে ঢোকার চেষ্টা চালাচ্ছে তারা।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীর এই দুই জেলার প্রশাসনকে কড়া সতর্কতা জানানো হয়েছে। এবং উত্তরপ্রদেশ ঘিরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জঙ্গিদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করা গেছে এবং বাকিদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই পাঁচজন হলেন মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ এবং মহম্মদ কুয়ামি চৌধুরী।