টলিউডের বুম্বাদা ঘরে ঢুকেই ‘ঋতু ঋতু’ বলে ডাকতে থাকেন অভিনেত্রীকে। ঘর থেকে অভিনেত্রী বেড়িয়ে আসতেই সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের তারিখ ঠিক করার কথা বলেন প্রসেনজিৎ। শুনে চমকে ওঠেন অভিনেত্রীও। প্রসেনজিৎ বলে ওঠেন, তিনি তাদের বিয়ের তারিখের কথা বলছেন না। এরপর আর কিছু শোনা যায়নি। দুজনকেই বেরিয়ে যেতে দেখা গিয়েছে ঘর থেকে। কাদের বিয়ের তারিখ ঠিক করার কথা বলছিলেন অভিনেতা? আর সেই বিয়ের জন্য ইন্ডাস্ট্রির এই তারকা জুটিই বা কেন এত হম্বিতম্বি দেখাচ্ছেন? এই মুহূর্তে এমন নানা প্রশ্নের ঝুড়ি মাথায় নিয়ে বসে আছেন দর্শকরা।
চমকে গেলেন? সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর শেয়ার করা এই ভিডিও যারাই দেখছেন তারাই প্রথম চটেই হকচকিয়ে যাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে তারা এও জানিয়েছেন, খুব শীঘ্রই বিয়ের তারিখ নির্ধারিত হবে। আর সেই তারিখ জানিয়েও দেওয়া হবে সকলকে। উল্লেখ্য, এর আগে অবশ্য প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণার বিয়ের নিমন্ত্রণ পত্রও শোরগোল ফেলেছিল নেটমহলে।
“সবিনয় নিবেদন,
মহাশয় /মহাশয়া
বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয় ।
ইতি,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋতুপর্ণা সেনগুপ্ত”
সম্রাট শর্মার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’। আর সেই ছবির প্রচারের খাতিরেই এমন অভিনব প্রচেষ্টা কলাকুশলীদের। পল্লবী চট্টোপাধ্যায়ের ঘটখালীতেই সম্পন্ন হবে এই বিয়ে। আর তাদের বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন তাদের ম্যানেজাররা, মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন দর্শকরাও। খুব শীঘ্রই আদ্যোপান্ত একটি মজার ছবি নিয়ে হাজির হতে চলেছে এই জুটি। জানা গেছে, আসন্ন এই ছবিতে মুখ্য চরিত্র হিসেবে দুই নতুন মুখের দেখা মিলবে। তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ছবিতে অভিনয় করতে দেখা যাবে কিনা! সে প্রসঙ্গে এখনো মুখে কুলুপ সকলের। আপাতত ছবির প্রচারের অভিনবত্বে কৌতুহলী দর্শকরাও।
Key Points Jennifer Lopez shared her excitement for Bridgerton Season 4 with fans on Instagram.…
Rachel McAdams is back on the big screen with a thrilling new role in Send…
Taylor Swift has long been a dominant force at the Grammy Awards, and as of…
Rachel McAdams has officially joined Hollywood’s most celebrated names. The Notebook star received her star…
Kaley Cuoco is stepping into suspense with her latest role in MGM+’s upcoming thriller Vanished.…
Kylie Jenner has once again proven her status as a fashion risk-taker. The reality star…