নিউজ

Weather Update: অপেক্ষার অবসান, টানা ৪ দিন ঝড়বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, আপডেট হাওয়া অফিসের

Advertisement

Advertisement

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। এ বছর গ্রীষ্মকালে পড়েছে রেকর্ড গরম। বিগত কয়েকদিন ধরেই একটানা তাপপ্রবাহ (Summer) চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে একটানা দাবদাহের পর বৃহস্পতিবার ৪০ ডিগ্রি থেকে কমেছে কলকাতার তাপমাত্রা। এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর শোনালো আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ মে থেকেই বিভিন্ন জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তারপর ৬-৭ তারিখে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।

Advertisement

প্রচণ্ড তাপপ্রবাহে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে দুবার ভাবছে মানুষ। শান্তি নেই বাড়ির ভেতরেও। দুদিন আগেই কলকাতায় তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রিতে যা রেকর্ড। তবে বৃহস্পতিবার ৪০ এর থেকে খানিক নেমেছে তাপমাত্রা। আগেই জানা গিয়েছিল, ৪ ঠা মে শনিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা। এবার আবহাওয়া দফতরের তরফে এল মন ভালো করে দেওয়া সুখবর। খুব শীঘ্রই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।

Advertisement

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ ঠা মে শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিন বৃষ্টি কম হলেও গরম থেকে খানিক রেহাই মিলবে বলেই আশাবাদী মানুষ। ৫ মে রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

৬ মে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলূ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ মে মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। পরপর টানা বৃষ্টি হলে গরম কমে স্বস্তি আসতে পারে বলেই আশা করা যাচ্ছে।

Recent Posts