বিনোদন

শুভশ্রীর আবির রাঙা গালে চুম্বন করলেন রাজ চক্রবর্তী, রইল সমস্ত ছবি

ইতিমধ্যেই ছয়মাসে পা দিয়েছে দুষ্টু ‘রাজপুত্র’। ফলে ছয় মাসের ইউভান(yuvan)-এর জন্য তার বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) নিয়ে এসেছিলেন হাফ বার্থডে কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। আকাশী রঙের কেকের উপর ছোট উট আইসিং করা ছিল। কিন্তু ইউভান ব্যাজার মুখে কেকের দিকে তাকিয়ে ছিল। হোক না হাফ বার্থডে, তাই বলে কেকও আধখানা! রাগ তো হবেই! শুভশ্রী ইউভানের জন্মদিনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনরাও ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু হাফ কেকেই কি সীমাবদ্ধ থাকতে পারে ‘রাজপুত্র’ ইউভানের জন্মদিন? তাই তার বাবা রাজ তাকে দিলেন একটি বিশেষ উপহার। দেশের একটি প্রথম সারির বিমান সংস্থার উড়ানের ছাড়পত্র ইউভানকে উপহার হিসাবে দিলেন রাজ। রাজ নিজেই টুইটারে এই কথা শেয়ার করে ইউভানের পাসপোর্টে বিমান সংস্থার কর্তৃপক্ষের লেখা শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করেছেন। বিমান সংস্থার কর্তৃপক্ষ ইউভানকে বিমানের টিকিটের সঙ্গে একরাশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আগামী দিনে ইউভান নিশ্চয় তাঁদের সফরসঙ্গী হবে।

বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দুই বছর বয়সের বেশি ও বারো বছর বয়সের কম শিশুরা যাতে একা উড়ানে সফর করতে পারে, তার জন্য বিমান সংস্থাটির তরফে এই আয়োজন করা হয়েছে। তবে কোনও পূর্ণবয়স্ক যাত্রী তাঁর পরিবারের খুদে সদস্যকে এই টিকিট উপহার দিতে পারেন। ফলে দুই বছর বয়স না হওয়া পর্যন্ত আপাতত ইউভান বিমানে সফর করতে পারবে না বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে রাজ তৃণমূল প্রার্থী হয়ে বারাকপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে নন্দীগ্রামে ষড়যন্ত্র করার প্রতিবাদে বারাকপুরে মৌন মিছিল করেছিলেন রাজ। তাঁর মিছিলে যথেষ্ট জনসমাগম হয়েছিল। তবে শুধু গণদেবতার উপর আস্থা না রেখে সম্প্রতি রাজ তাঁর সহধর্মিণী শুভশ্রীকে নিয়ে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। তবে ইউভানকে পুরী নিয়ে যাননি রাজ ও শুভশ্রী। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উৎকন্ঠা জাগাচ্ছে সকলের মনে। রাজ-শুভশ্রীও তার ব্যতিক্রম নন। এই কারণে তাঁরা কোনো ঝুঁকি না নিয়ে ইউভানকে তার ঠাকুমার জিম্মায় রেখে পুরী গেছিলেন। জগন্নাথ মন্দিরে রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পাজামা এবং শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের সালোয়ার-কামিজ। গোলাপি ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়েছিলেন শুভশ্রী। রাজ ও শুভশ্রী দুজনেই করোনা বিধি মেনে মুখে মাস্ক পরেছিলেন। রাজ নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। পূরী থেকে ফিরেই আবারও প্রচারের কারণে রাজকে ফিরে যেতে হয়েছে হালিশহরে, তাঁর পৈতৃক বাড়িতে। আপাতত সেখানেই থাকছেন তিনি। অপরদিকে আরবানার ফ্ল‍্যাটে রয়েছেন রাজের মা, শুভশ্রী ও ইউভান। ফলে রাজকে পরিবারের সবাই রীতিমত মিস করছেন। ইউভানের জন্মের পর থেকে তার বেশির ভাগ ছবি ও ভিডিও রাজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। উপরন্তু শত ব্যস্ততার মধ্যেও রাজের কাছে প্রথম প্রায়োরিটি পায় পরিবারের সদস্যরা বিশেষতঃ ইউভান। রাজ ভিডিও কল করে ইউভানের সাথে কথা বললেও বাবা-ছেলের খুনসুটি ভরা মুহূর্তগুলি মিস করছেন শুভশ্রী। কিছুদিন আগেই তিনি রাজ ও ইউভানের কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। রাজ হালিশহর যাওয়ার আগে এই ছবিগুলি তুলেছিলেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে একটি আয়নার সামনে দাঁড়িয়ে রাজ ও তাঁর সামনে বসে ইউভান। ইউভানের মুখও আয়নার দিকে। রাজ আয়নাতে বিভিন্ন মজাদার মুখভঙ্গী করছেন ইউভানের মনোরঞ্জনের জন্য ও ইউভান অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমনকি দোলের দিনেও আসতে পারেননি রাজ। ইউভানের জন্মের পর এটাই ছিল তার প্রথম দোল। বাবা না আসতে পারায় ইউভানের প্রথম দোল মাটি হয়েছে। কিন্তু ইউভানের মা এখনও নস্টালজিয়ায় ভাসছেন। তাই রাজের বিরহে তাঁর রানী শুভশ্রী গত বছরের দোলের সময়ের দুটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সেই ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর আবীরে রাঙানো গালে ঘনিষ্ঠ ভাবে চুম্বন করছেন রাজ। শুভশ্রীর পরনে রয়েছে হলুদ রঙের সালোয়ার কামিজ ও সাদা ওড়না এবং রাজের পরনে রয়েছে নীল রঙের ডেনিম শার্ট ও জিনস। রাজকে মিস করার পাশাপাশি শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন শুভশ্রী। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রাজা চন্দ (Raja chanda) পরিচালিত ফিল্মের শেষ পর্যায়ের শুটিং সারতে হবে শুভশ্রীকে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

Anirban Kundu

Recent Posts

Rachel McAdams and Dylan O’Brien Face Survival and Revenge in Send Help

Rachel McAdams is back on the big screen with a thrilling new role in Send…

January 31, 2026

Taylor Swift’s Grammy Wins: A Historic Journey to 14 Awards

Taylor Swift has long been a dominant force at the Grammy Awards, and as of…

January 31, 2026

Rachel McAdams Honors Diane Keaton During Hollywood Walk of Fame Ceremony

Rachel McAdams has officially joined Hollywood’s most celebrated names. The Notebook star received her star…

January 31, 2026

Kaley Cuoco’s French Getaway Turns Dangerous in MGM+ Thriller Vanished

Kaley Cuoco is stepping into suspense with her latest role in MGM+’s upcoming thriller Vanished.…

January 31, 2026

Kylie Jenner Stuns in Vintage Maison Margiela Top With Bold Cutout

Kylie Jenner has once again proven her status as a fashion risk-taker. The reality star…

January 31, 2026

Sonny Bono and Cher: Friends Recall Legendary Love Story

Sonny Bono and Cher’s relationship remains one of Hollywood’s most iconic love stories. Though their…

January 31, 2026