অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের সূত্র ধরেই অভিনেত্রীর আরো একটি নাচের ঝলক ভাইরাল হয়েছে। আর সেই সূত্রেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি তেমনি আরো এক ঝলকের সূত্র ধরে চর্চার আলো কেড়েছেন স্বপ্না চৌধুরী।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ৪ মাস আগে ‘সোনটেক মাস্তি’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার কথা। এই মুহূর্তে স্বপ্না চৌধুরীর এই ঝলকটি পৌঁছে গিয়েছে ৪ লাখেরও বেশি মানুষের কাছে। ঝলকে অভিনেত্রীকে ‘ইংরেজি মিডিয়াম’ গানের তালে মঞ্চ মাতানো নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এদিন কালো সালোয়ারেই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তার নাচ দেখে কিংবা তার সাথে তাল মিলিয়ে ক্লান্ত হচ্ছিলেন না দর্শকরাও। অবশ্য সেকথা এই ভিডিওতে নজর রাখলেই বোঝা যাবে। আপাতত, অভিনেত্রী নিজের এই নাচের ঝলকের সূত্রেই পুনরায় চর্চিত হচ্ছেন।
Wordle players woke up to a jaw-dropping challenge on Saturday, November 15, 2025. The viral…
Livvy Dunne is proving once again why she’s one of social media’s most viral stars.…
It’s a busy week at the movies — and one release is sparking jaw-dropping debate.…
Dorit Kemsley is setting the record straight after The Real Housewives of Beverly Hills Season…
Actress Demi Moore WR Start Sit Week 10 made headlines on Friday night after stepping…
Actress and singer Naturi Naughton is revealing how a nine-month wellness overhaul helped her lose…