স্মার্টফোন কেনার ক্ষেত্রে দামের পাশাপাশি এর ফিচারও দেখে নেওয়া হয়। এখন প্রায় সবাই ছবি তুলতে পছন্দ করেন। তাই ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো DSLR কোয়ালিটির ক্যামেরা দিতে শুরু করেছে স্মার্টফোনে। আপনিও যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে আমরা আপনার জন্য সেরা ক্যামেরা ফোনের অনেক অপশন নিয়ে এসেছি, তাড়াতাড়ি দেখে নিন:-
Infinix Zero 30 5G: ফোনটির প্রারম্ভিক মূল্য ২৩,৯৯৯ টাকা। ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা। ফটোগ্রাফির জন্য ফোনটির রিয়ারে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে।
Samsung Galaxy A54 5G: এই ফোনটি ৮ জিবি, ১২৮ জিবি স্টোরেজ সহ আসে এবং এর দাম রাখা হয়েছে ৩৮,৯৯৯ টাকা। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Xiaomi 12 Pro 5G: সেরা ক্যামেরা যুক্ত ফোনের তালিকায় শাওমি ১২ প্রো ৫জি ও অসাধারণ একটি ক্যামেরার ফোন। এই ফোনটির দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা। শাওমি ১২ প্রো-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
Realme Narzo 60 Pro 5G: এই ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ অসাধারণ ফটো কোয়ালিটির কথা বলা হয়। এটিও হতে পারে ভালো ছবি তোলার জন্য DSLR এর বিকল্প।
Key Points Ariana Grande has revealed a return to her natural brunette hair after three…
Key Points Steelers star pass rusher T.J. Watt is hospitalized with a lung injury, putting…
Key Points Liam Hemsworth has confirmed his engagement to model Gabriella Brooks. The couple has…
Key Points Diane Keaton died Saturday in Los Angeles at age 79, prompting renewed focus…
Key Points Today’s New York Times Mini Crossword is slightly longer and more layered than…
Key Points Kelly Stafford shared eye-catching bikini photos from a Cabo San Lucas getaway on…