একচার্জে ৪৬৫ কিমি চলবে Tata কোম্পানির এই গাড়ি, থাকবে সব ভবিষ্যতের ফিচার, জানুন বিস্তারিত

মাত্র ৫৬ মিনিটে পুরো চার্জ হবে Tata কোম্পানির এই গাড়ি

Advertisement

Advertisement

মধ্যবিত্তদের জন্য এবারে নতুন সুখবর নিয়ে আসতে চলেছে টাটা। অনেকে শখের বসে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়ি কিনলেও, এখন তেলের মূল্যবৃদ্ধি যেভাবে শুরু হয়েছে তাতে গাড়ি চালানো দায়ের হয়ে উঠেছে। সেই কারণে সব সময় ভেবেচিন্তে এখন গাড়ি কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের কথা ভেবেই এবারে ভারতের মাটিতে নতুন অবতারে আসতে চলেছে Tata Nexon EV। এই গাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। শেষপর্যন্ত এই গাড়ি লঞ্চ হল ভারতের মার্কেটে। এই গাড়ি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।

Advertisement

নতুন Tata Nexon EV একটি আধুনিক যুগের গাড়ি। এতে সমস্ত ধামাকাদার ফিচার রয়েছে। তবে অনেক ফিচার থাকা সত্বেও এই গাড়ির দাম বেশ সস্তা। বলা যেতে পারে বাজেট মূল্যে ইভি সেক্টরে মাইক্রো এসইউভি সেক্টরে এই গাড়ি বাজিমাত করতে পারে। কোম্পানি অনেক বছর আগেই লঞ্চ করেছে তাদের Nexon সিরিজ। এটি হল এই সিরিজের মোস্ট ফিচার লোডেড গাড়ি। এই গাড়ি এক চার্জে ৪৬৫ কিমি চলবে। আর এই গাড়ি ৫৬ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

Advertisement

এই নতুন Tata Nexon EV গাড়িতে ১০.২৫ ইঞ্চি ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইউনিট থাকবে। এছাড়া এই গাড়ির মূল আকর্ষণ স্টিয়ারিং হুইল। এতে ব্যাকলাইট প্যানেলসহ টু স্পোক ফ্ল্যাট বটম হুইল আছে যাতে টাচ স্ক্রিন থাকবে। এই গাড়ি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টা যেতে পারে। এই গাড়ির বুকিং ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আপনি ২১ হাজার টাকা দিয়ে এই গাড়ি বুক করতে পারবেন। এই গাড়ির দাম ৮ লাখ থেকে ১৪ লাখ টাকার মধ্যে হবে।

Advertisement

Recent Posts