কাল অক্ষয় তৃতীয়া, জেনে নিন শুভ সময়

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এইদিনের মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। এই দিনই সত্যযুগ শেষে ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা কি মর্ত্যে নিয়ে আসেন।

Advertisement

বৈদিক বিশ্বাস অনুসারে, এই পৃথিবীতে কোনো শুভ কাজ আরম্ভ করলে, তা চিরকাল অক্ষয় হয়ে থাকে কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির শীতকালীন ৬ মাসের জন্য বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদঘাটন হয়। দরজা খুললেই দেখা যায় অক্ষয় দীপ জ্বলছে যা, ৬ মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। ঐতিহাসিক দিক থেকে এই দিন অনেকাংশেই তাৎপর্যপূর্ণ। এই তিথিতে সোনা ও রুপোর গয়না কিংবা রত্ন কিনলে মনে করা হয় সংসারের সুখ শান্তি এবং সম্পদ বৃদ্ধি পায়। সংস্কৃত ভাষায় অবক্ষয় কথাটির অর্থ হল ‘সমৃদ্ধি’ ‘প্রত্যাশা’, ‘আনন্দ’, ‘সাফল্য’। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। জেনেনিন অক্ষয় তৃতীয়ার পুজো মুহূর্ত

Advertisement

দিন – ২৬ এপ্রিল, ২০২০
সময় – সকাল ৫.৪৫ থেকে দুপুর ১২.১৯।
সময়কাল – ৬ ঘন্টা ৩৪ মিনিট
তৃতীয়া তিথি শুরুর সময় – ২৫ এপ্রিল, ২০২০, সকাল ১১.৫১।
তৃতীয়া তিথির শেষের সময় – ২৬ এপ্রিল, ২০২০, দুপুর ১.২২।

Advertisement
Tags: Lifestyle