Top 5 Web Series: এই পাঁচ ওয়েব সিরিজই ঘরের দরজা বন্ধ করে দেখুন, এমন সিন রয়েছে

বর্তমান প্রজন্ম কিংবা দর্শকদের কাছে ওয়েব সিরিজ তাদের অন্যতম পছন্দের একটি জিনিস। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিচালকরাও তাদের দর্শকদের জন্য একাধিক নজরকাড়া ওয়েব সিরিজ নিয়ে আসছে ওয়েট প্ল্যাটফর্মগুলিতে। আর সেক্ষেত্রে ‘অ্যামাজন প্রাইম’, ‘নেটফ্লিক্স’, ‘এমএক্স প্লেয়ার’, ‘জি ফাইভ’ অন্যতম। আজকের ব্যস্ত প্রজন্ম নিজেদের সময় মতোই নিজেদের পছন্দের সিরিজ কিংবা শো দেখতে পছন্দ করেন। আর সেক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলিই তাদের আনন্দের অন্যতম চাবিকাঠি। আর এই নিবন্ধের সূত্র ধরেই দর্শকমহলে জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজের কথায় উঠে এসেছে।

১) লিটল থিংস: বর্তমান দর্শকমহলের মাঝে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই সিরিজের প্রতিটি ছোট ছোট দৃশ্য মন ছুঁয়ে গেছে দর্শকদের। গল্প অনুযায়ী, ধ্রুব ও কাব্যের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই বেশি করে মনে লেগেছে মানুষের। এই দুটি চরিত্রের সাথেই নিজেদের জীবনের মিল খুজে পেয়েছেন অনেকে। বর্তমান প্রজন্মের কাছে এই দুটি চরিত্র যে তাদের অন্যতম প্রিয় দুটি চরিত্র, তা দর্শক প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে। এই সিরিজের মোট ৪’টি সিজন রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সিরিজটি যে জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম একটি, তা আর আলাদাভাবে না বললেও চলবে। উল্লেখ্য, এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ধ্রুব সেগাল ও মিথিলা পালকারকে। তাদের আইস্ক্রিন কেমিস্ট্রি যে দর্শকমহলে হিট, তা বলাই বাহুল্য।

২) মিসম্যাচড: বর্তমান প্রজন্মের কাছে অন্যতম হিট সিরিজের মধ্যে ‘মিসম্যাচড’ অন্যতম। এটি বর্তমানের অন্যতম রোমান্টিক সিরিজ। গল্প অনুযায়ী, ঋষি-ডিম্পলের অনস্ক্রিন কেমেস্ট্রি মন কেড়েছে দর্শকদের। এই দুটি চরিত্রে রোহিত সুরেশ সারাফ ও প্রাযুক্তা কোলিকেই অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও নিজেদের অভিনয়ের সূত্র ধরে নজর কেড়েছিলেন বিহান সামাত, দিব্যানি সৌরে, রণবিজয় সিংহ, বিদ্যা মালবাদের মতো তারকারা। তিনমাসের মধ্যে কিভাবে একসাথে হওয়া বেশ কয়েকটি মানুষের জীবনের নকশা, সম্পর্কের সমীকরণ বদলে যায়, সেই নিয়েই এভাবে গল্প।

৩) পার্মানেন্ট রুমমেট: এটি বর্তমান সিরিজগুলোর মধ্যে অন্যতম রোমান্টিক সিরিজ। সিরিজে মিকেশ ও তন্যার অনস্ক্রিন লাভ স্টোরি নজর কেড়েছিল। সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সুমিত ভ্যাস ও নিধি সিং। আজকের প্রজন্মের মধ্যে এই দুই তারকা যে যথেষ্ট জনপ্রিয়, তা আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। উল্লেখ্য এই সিরিজের দুটি সিজন রয়েছে, যা ‘জি ফাইভ’এ গেলেই মিলবে।

৪) কলেজ রোমান্স: এই সিরিজটি ‘সনি লাইভ’এর অন্যতম জনপ্রিয় একটি সিরিজ, যা বর্তমান প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। এই সিরিজের গল্প পাঁচ বন্ধুকে কেন্দ্র করেই এগিয়েছে। তাদের বন্ধুত্ব থেকে লাভ লাইফ সবটাই উঠে এসেছে পর্দায়। উল্লেখ্য একটাই সিজন রয়েছে এই সিরিজের। এই সিরিজে গগন আরোরা, অপূর্ব আরোরা, শ্রেয়া মেহেতা, মাঞ্জোৎ সিংয়ের মতো একাধিক তরুণ শিল্পীদের দেখা মিলেছিল।

৫) ফ্লেমস্: ‘এমএক্স প্লেয়ার’এর অন্যতম রোমান্টিক সিরিজ এটি। টিনএজ রোমান্সকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিরিজটি। এটি আজকের প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা দর্শক প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ঋত্বিক শাহোরে, তন্যা মানিকতালা, সুনাক্ষী গ্রোভার, শিবম কাকারের মতো তরুণ শিল্পীদের।

 

Rahit Roy

Recent Posts

Jennifer Lopez Golden Globes Clip Sparks Backlash, Cole Walliser Clarifies Red Carpet Moment

Jennifer Lopez has once again found herself at the center of online controversy after a…

January 19, 2026

Millie Bobby Brown Stuns in Sheer Tamara Ralph Couture at Joy Awards 2026

Key Points Millie Bobby Brown wowed at the Joy Awards 2026 in Riyadh in a…

January 19, 2026

Nina Dobrev Celebrates 37th Birthday in Striking Black Jumpsuit

Key Points Nina Dobrev marked her 37th birthday on January 9 with a stylish Instagram…

January 19, 2026

Stranger Things Fans Theorize ‘Conformity Gate’ Ending Could Be a False Reality

Key Points The Conformity Gate theory suggests the Season 5 finale may not be the…

January 19, 2026

Sabrina Carpenter Turns Heads in Archival Valentino Slip Dress at SNL After-Party

Key Points Sabrina Carpenter made a surprise cameo on Saturday Night Live on January 17,…

January 19, 2026

Nicola Peltz Beckham Captivates Instagram With Striking Blue Lingerie Selfie

Key Points Nicola Peltz Beckham shared a mirror selfie in pale blue lingerie on Instagram.…

January 19, 2026