Vodafone এর নতুন প্ল্যান, থাকছে ভয়েস কলের সুবিধা!

ভারত বার্তা ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর থেকে বাজারে মুখ থুবরে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থা গুলি। কিন্তু এবার জিওকে টেক্কা দিয়ে বাজারে নিজেদের আধিপত্ত ধরে রাখতে নতুন অফার নিয়ে…

Avatar

ভারত বার্তা ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর থেকে বাজারে মুখ থুবরে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থা গুলি। কিন্তু এবার জিওকে টেক্কা দিয়ে বাজারে নিজেদের আধিপত্ত ধরে রাখতে নতুন অফার নিয়ে হাজির ভোডাফোন। এবার থেকে ভোডাফোনের 1,699 টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন 1.5 GB 3G বা 4G ডেটা পাওয়া যাবে। যেখানে এতদিন গ্রাহকরা প্রতিদিন 1GB করে ডেটা পেত। অর্থাৎ বছরে 365GB ডেটার বদলে এখন সেটা বেড়ে হয়ে গেল 547.5GB ডেটা। সঙ্গে থাকছে লোকাল ও ন্যাশনাল রোমিংয়েও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০ টা করে এসএমএস।

JIO-র নতুন প্ল্যান, সর্বনিম্ন ৪৯ টাকার রিচার্জে পেয়ে যান এই অফারটি, তাড়াতাড়ি করুন!