সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, কি বলছে আবহাওয়া দপ্তর জেনেনিন

Advertisement

Advertisement

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রাতভর ঝোড়ো হাওয়া বইছে। তার সাথে কিছু কিছু জায়গাতে তুমুল বৃষ্টিও হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। প্রখর রোদের দেখা নেই। ফলে তাপমাত্রা অনেকটাই কম। আজ ও কলকাতা সহ বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে প্রবল ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও আবার ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে।

Advertisement

Advertisement

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকেও ১ ডিগ্রি নিচে থাকবে। আজ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি , যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৬০-৯১ শতাংশ।

Advertisement

তবে কলকাতাতে সারারাত বৃষ্টি হওয়াতে বেশ কিছু এলাকাতে জল জমে গিয়েছিল। কিন্তু লকডাউনের জেরে যানবাহন বন্ধ থাকতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়নি। বরং এই বৃষ্টি মানুষ বাড়িতে বসে উপভোগ করছে।

Recent Posts