গোটা দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমনের জেরে বেশকিছু রাজ্যে লকডাউন অব্দি ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিন দেশজুড়ে দৈনিক সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বেসরকারি অফিস ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করছে। ইতিমধ্যেই আইসিএসসি ও সিবিএসসি বোর্ড তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সমস্ত পড়ুয়াদের ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি সেই বিষয়ে কোন গাইডলাইন না পাওয়ায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
আসলে রাজ্য সরকারের তরফ থেকে এখনও মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি সেই সম্বন্ধে কোন তথ্য দেওয়া হয়নি। চলতি বছরে আগামী ১ জুন থেকে ১০ জুন অব্দি মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সম্পূর্ণ পরীক্ষা নেওয়ার কথা ছিল করোনা বিধি মেনে। সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক ছিল। তবে রাজ্য সরকার এখনো অব্দি ঘোষণা না করায় মধ্যশিক্ষা পর্ষদ চাইছে তারা নিজেদের মতো করে প্রস্তুতি সেরে রাখতে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগে থাকতে অনেক প্রস্তুতি নিতে হয়। তার ওপর এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আরো কিছু সতর্কতা প্রয়োজন।
পুরনো গাইডলাইন অনুযায়ী করোনা বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। এই পরীক্ষাতে পরীক্ষাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি বিভিন্ন নিয়ম ছিল। প্রতিটি শিক্ষা কেন্দ্রের সর্বনিম্ন ২০০ জন থেকে সর্বোচ্চ ২৫০ জন পরীক্ষা দিতে পারতো। প্রত্যেক ৬ ফুট দীর্ঘ বেঞ্চে একজন করে বসতে পারত। শিক্ষকদের গ্লাভস পরে প্রশ্নপত্র দিতে হতো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর আদেও মাধ্যমিক পরীক্ষা হবে নাকি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
WeWork India has executed one of the country’s largest office space transactions of the year…
The Federal Reserve delivered a mixed message to markets this week after approving its third…
Fans of The Hunger Games received the biggest franchise news in years as Jennifer Lawrence…
The Emirates NBA Cup quarterfinals delivered a stunning mix of domination and resilience as the…
The Powerball jackpot has surged to an astonishing $1 billion after the December 10 drawing…
Record of Ragnarok season 3 has officially landed on Netflix, dropping all 15 episodes worldwide…