সাইকেলের দামে বাইকের মজা, 230Km রেঞ্জের ই-সাইকেল বাজারে হৈচৈ ফেলেছে, জানুন দাম – Yamaha Electric Cycle

ভারতের অটোমোবাইল বাজারে নতুন চমক। এবার নেটমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে Yamaha-র সম্ভাব্য ইলেকট্রিক সাইকেল লঞ্চ নিয়ে। যদিও কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু YouTube এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর। ফলে স্বাভাবিকভাবেই ইলেকট্রিক ভেহিকল (EV) প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
ইলেকট্রিক সাইকেলের সম্ভাব্য বৈশিষ্ট্য
জানা গিয়েছে, এই ইলেকট্রিক সাইকেলে ব্যবহার করা হবে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা একবার চার্জ করলে প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে। নিরাপত্তার জন্য সামনে ও পেছনে ডিস্ক ব্রেক থাকবে। এর সঙ্গে থাকবে LED ইন্ডিকেটর এবং ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন, যেখানে দেখা যাবে ব্যাটারির চার্জ, স্পিড, এমনকি মিউজিক সিস্টেম ও ব্লুটুথ কনেক্টিভিটির সুবিধাও।
আধুনিক ফিচারের সম্ভার
Yamaha-র এই সম্ভাব্য ই-সাইকেলে দেওয়া হতে পারে একাধিক অ্যাডভান্স টেকনোলজি ফিচার। এর মধ্যে রয়েছে—
মোবাইল ফোন কানেক্টিভিটি
জিপিএস ট্র্যাকিং
অ্যান্টি-থেফট সিস্টেম
ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল
টাচস্ক্রিন ডিসপ্লে
কী-লেস এন্ট্রি ও স্টার্ট/স্টপ অপশন
কমপ্যাক্ট ও আরামদায়ক সিট
এই সমস্ত ফিচার সাইকেলটিকে শুধুমাত্র সাধারণ পরিবহণ মাধ্যম নয়, বরং একটি স্মার্ট টেক-সক্ষম গাড়ি হিসেবে তুলে ধরছে।
দাম ও বাজারে আগমন
শিল্প সূত্রে অনুমান করা হচ্ছে, এই ইলেকট্রিক সাইকেল ভারতের বাজারে আসতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। দাম নির্ধারণ করা হতে পারে ১০,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে। এছাড়াও ক্রেতাদের সুবিধার্থে কিস্তিতে কেনার সুযোগও থাকছে বলে শোনা যাচ্ছে। তবে অফিসিয়ালি কিছু নিশ্চিত না হওয়ায় গ্রাহকদের এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো বলে মত বিশেষজ্ঞদের।
বাজারের প্রতিক্রিয়া
ভারতে ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটার ও বাইকের বাজার দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে একটি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক সাইকেল এলে তা যুব সমাজ থেকে শুরু করে সাধারণ যাত্রীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বিশেষত শহরাঞ্চলে যেখানে ট্রাফিক জ্যাম নিত্যসঙ্গী, সেখানে এই ধরনের যানবাহন একদিকে পরিবেশবান্ধব, অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও উপকারী হতে পারে।