বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। গত আট দিন ধরে অনেক জল্পনর পর আসল সত্য উন্মোচন হয়। অভিনেত্রী সত্যি সত্যি অন্তঃসত্ত্বা। এখন সোশ্যাল মিডিয়া আর সংবাদমাধ্যম নুসরত ময়। সাংসদ-নায়িকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে৷ নুসরতের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন, মা হওয়া নিয়ে নিয়ে বিতর্ক-সমালোচনার অন্ত নেই। এবার এই বেবিবাম্পের ছবি। প্রতিদিন কোনো ধারাবাহিকের নতুন এপিসোড সকলের সামনে আসছে।
নুসরত সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও প্রশ্ন একটা থাকছেই।তাহলে সেই সন্তানের পিতৃপরিচয় কি? এই নিয়ে যখন কৌতূহল সকলের। তবে নুসরতের আগত শিশুর বাবার নাম এখনো জানা যায়। নিখিল এই শিশুর বাবা নন আগেই জানিয়েছেন অন্যদিকে নুসরতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত এখনো কোনো কথা বলেননি। গত শুক্রবার নেটমাধ্যমে ফাঁস হয়ে গেল নুসরতের প্রথম বেবি বাম্পের ছবি। ছবি স্পষ্ট বলে দিচ্ছে প্রেগন্যান্সির ট্রাইমেসটার বা দ্বিতীয় তিন মাস চলছে নুসরত জাহানের। আর নুসরতের কোলে নতুন অতিথি আসছে সেপ্টেম্বরের প্রথম মাসে।
নুসরতের জীবনে একের পর এক ঝড় বইলেও এখনো নিস্তব্ধ আছেন যশ। যাঁর সঙ্গে নুসরতের ভালোবাসার সম্পর্ক এখন শুধু টলিপাড়ার নয়, সবমহলেই জোড় চর্চা। বালিগঞ্জের বাড়িতে এখন একসঙ্গেই থাকছেন যশরত। জানা যাচ্ছে হবু মায়ের ভীষণ খেয়াল রাখছেন যশ। নুসরতের বেবি বাম্পের ছবি ফাঁস হওয়ার পর দু-দিন সোশ্যাল মিডিয়া থেকে উধাও ছিলেন নুসরতের বিশেষ বন্ধু!। তবে রবিবার ফিরে এসে ক্যাপশনহীন নিজের একটি ছবি শেয়ার করেছিলেন।
এখানেই শেষ নয়। এক দিনের বিরতির পর নিজের নতুন ছবি পোস্ট করেন যশ। এবার অবশ্য শুধু ছবি নয়, তার সঙ্গে দিলেন একটি সুন্দর বার্তাও। এই পোস্টে নিজের তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ব্লু ডেনিম আর সাদা ফুলস্লিভসে পাওয়া গেল এই হ্যান্ডসাম হাঙ্ককে। সুবজ গাছপালায় ভরা এলাকায় ‘একলা’ যশ। একটি ছবিতে এসইউভির সামনেও ঠেস দিয়ে দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে যশকে। জানালেন, ‘গাছের মাঝে কাটানো সময় কখনও অপচয় করা হয় না’। আর এই ছবি শেয়ারের সাথে সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন।
এখনও পর্যন্ত অভিনেতার ইন্সটাগ্রামে প্রেমিকা নুসরতের জায়গা হয়নি। অবশ্য নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন যশ। ছবির প্রচার ছাড়া কোনও সহ-অভিনেত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেথা যায় না তাঁকে। এমনকি তিনি আগে থেকে বিবাহিতা সেই কথাও কোনোদিন উল্লেখ করেননি। অবশ্য ‘এসওএস কলকাতা’র প্রচারের সময়কার একটি ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন ‘যশরত’ জুটি।
Madison Beer is reflecting on her teenage years and the pop star who defined them.…
Influencer Alix Earle is opening up about her headline-making New Year’s Eve getaway to St.…
Claire Danes has opened up about the emotional rollercoaster she experienced when she discovered she…
John Turturro delivers a mesmerizing performance in The Only Living Pickpocket in New York, Noah…
Lady Gaga is bringing nostalgia and heart to Super Bowl LX with a reimagined version…
Taylor Swift will not be performing at the 2026 Grammy Awards, despite weeks of speculation…