ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকারাও এই সোশ্যাল মিডিয়া বহুল পরিমাণে ব্যবহার করে থাকে।
তারকারা তাদের দৈনন্দিন জীবনের হিসাব সর্বদায় তাদের অনুরাগীদের দিতে পছন্দ করেন। তাই তারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোশুট এর ছবি এবং রিল ভিডিও পোস্ট করেন। এখন তো অনেকে আবার দৈনন্দিন জীবনের আপডেট দেওয়ার জন্য বিভিন্ন স্টোরি দিয়ে থাকেন। এই তারকামন্ডলীর তালিকায় নতুন করে নাম লেখাচ্ছেন অত্যন্ত সুন্দরী কয়েকজন রিল অভিনেত্রী। এখন ইউটিউবে এক যুবতীর ড্যান্স কভার ব্যাপক ভাইরাল হচ্ছে। আর সেই নিয়েই আজকের এই প্রতিবেদন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে এক কমবয়সী যুবতী খোলা আকাশের নিচে সবুজ মাঠে প্রকৃতির কোলে ব্যাপক মিষ্টি কায়দায় নাচ করছে। সে ইমন চক্রবর্তীর বিখ্যাত লোকসঙ্গীত বাংলা গান, ‘কালো জলে কুচলা তলে‘ এর তালে খুব সুন্দর কায়দায় নাচ করেছেন। তার পরনে ছিল লাল পাড় কালো শাড়ি যাতে তাঁকে খুব মিষ্টি দেখতে লাগছিল। গানের তালে ওই যুবতীর কিউট এক্সপ্রেশন দেখে অবাক হয়ে যাবেন আপনি। কয়েক মিনিটের ওই ভিডিওতে মেয়েটির প্রত্যেকটি পদক্ষেপ নিখুঁত এবং চোখে পড়ার মতো। Dooars Girl Riya Saha নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এই ভিডিও প্রচুর মানুষ দেখেছেন ও ২০ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। সকলেই কমেন্ট করে ওই যুবতীদের নৃত্যকলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁদের মিষ্টি নাচ দেখে আপনারও মন ভরে যাবে। আপনি এই ভাইরাল ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।
Zara Larsson turned heads at the 2026 Spotify Best New Artist Party, stepping out in…
Jennifer Lopez has once again proven her flair for fashion, this time embracing Regency-inspired glamour.…
Canadian actress Catherine O’Hara, beloved for her sharp wit and unforgettable performances, has died at…
Key Points Christina Aguilera shared new photos from her Paris trip on Instagram. The singer…
Key Points Zara Larsson posed in a dazzling silver fringe skirt for an i-D magazine…
Key Points Sydney Sweeney posed for Cosmopolitan magazine in a striking black cropped top and…