দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। কিন্তু আজ দাম বৃদ্ধি হয়নি, আজ পেট্রোলের দাম গতকাল, রবিবারের পেট্রোলের দামের থেকে ১৫ পয়সা কমেছে। ডিজেলের দাম অপরিবর্তন রয়েছে।
দেখে নিন, আজকের(৫ই আগস্ট) তেলের দাম:-
প্রতি লিটারে ১৫ পয়সা করে পেট্রোলের দাম কমায় বর্তমানে কলকাতা এ প্রতি লিটারে পেট্রোলের দাম যথাক্রমে ৭৫.০৬ টাকা। ও ডিজেল এর দাম ৬৮.১৭ টাকা।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference