Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অল্প বয়সে যৌবন হারাবেন না, তাহলে কি করতে হবে জেনে নিন!

Updated :  Sunday, July 28, 2019 1:44 PM

ভারত বার্তা ডেস্ক : অল্প বয়সে যৌবন হারাবেন না। বরং বৃদ্ধ বয়সেও যৌবন ও তারুণ্য থাকবে তরতাজা যদি নিয়মিত খেতে পাড়েন এই খাবার গুলি-

দই, সামুদ্রিক মাছ, মিষ্টিকুমড়ার বীজ, কলা, রঙিন শাক-সবজি, কমলালেবু, ডার্ক চকলেট, স্ট্রবেরি, রসুন। পুষ্টি ও স্বাস্থ্যবিদদের মতে কোন ব্যক্তি যদি এই সব খাবার গুলিকে নিয়মিত ভাবে খেতে পাড়ে, তাহলে সেই ব্যক্তির বৃদ্ধ বয়সেও যৌবন থাকবে তরতাজা। তবে খাবার গুলি এক বারে বেশি মাত্রায় বা সব খাবার রোজ খেলে সমস্যা। নিজের শরীরের ওজন বুঝে দু-এক দিন পর পর খাবার গুলি পরিবর্তন করতে হবে।

শরীরের বয়স কি ধরে রাখতে চান? তবে অবশ্যই খাবেন এই ফলটি!