আজ আপনার ভাগ্যে কী আছে, জানুন আজকের রাশিফল!

আজ ২০ ই অগাস্ট মঙ্গলবার , জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন…

Avatar

আজ ২০ ই অগাস্ট মঙ্গলবার , জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: মাতৃপীড়ায় উদ্বিগ্ন হবেন।

বৃষরাশি: ব্যবসায় মন্দাভাব দেখা দেবে।

মিথুনরাশি: রাজনৈতিক সুনাম বৃদ্ধি পাবে।

কর্কটরাশি: শত্রুবৃদ্ধি হবে।

সিংহরাশি: মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হবে।

কন্যারাশি: কর্মক্ষেত্রের সুখ্যাতি বৃদ্ধি পাবে।

তুলারাশি: মাদকদ্রব্যে ক্ষতি হবে।

বৃশ্চিকরাশি: স্ত্রীর সহযোগিতা লাভ করবেন।

ধনুরাশি: শারীরিক ক্লান্ত বোধ করবেন।

মকররাশি: মুত্ররোগে কষ্ট পাবেন।

কুম্ভরাশি: গবেষণায় সাফল্য অর্জন করবেন।

মীনরাশি: কার্যে অনীহা দেখা দেবে।