বিগত দুই বছর আগে শুরু হয়েছে জলের তলায় মেট্রোরেলের কার্য প্রক্রিয়া। এই মেট্রো টার্নলে তৈরি হচ্ছে ৫২০ মিটার দীর্ঘ ৩০ মিটার জলের গভীরতায়। এ টানেল এর কাজ চলছে। হুগলি নদীতে অর্থাৎ ভারতের প্রথম জলের তলে মেট্রো চলবে কলকাতার হুগলি নদীতে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করলেন পীযূষ গোয়াল।
উচ্চমানের ইঞ্জিনিয়ারিং দ্বারা দৃষ্টান্ত করে কাজ সম্পন্ন হবে যা দেশের রেলওয়ে উন্নয়নের প্রতীক। এটি শুরু হলে কলকাতার জনগণ অনেক সুবিধা পাবেন এবং দেশ এইটা নিয়ে গর্ববোধ করবে। ভারতীয় রেলের মুক্তিপ্রাপ্ত ওই ভিডিওতে বলা হয়েছে কোন রকম জল ঢুকে গেলে চারটি সুরক্ষা পর্যায় থাকবে। অর্থাৎ একটা সুরক্ষা নষ্ট হলে আরও ৩ টি পর্যায় সুরক্ষা করবে মেট্রোটিকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই মাসের শেষ দিকে শুরু হবে মেট্রো চলাচল। নতুন লাইন চালু হলে যাত্রীদের অনেক সুবিধা হবে। ২০১৭ সালে মেট্রোর মুখ্য প্রজেক্টার বলেছেন, কলকাতা প্রথম সম্মান পেয়েছে মেট্রোরেলে। আবার সম্মান পাবে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো রেল গঠনের জন্য।
भारत की पहली अंडर वॉटर ट्रेन शीघ्र ही कोलकाता में हुगली नदी के नीचे चलना आरंभ होगी। उत्कृष्ट इंजीनियरिंग का उदाहरण यह ट्रेन देश में निरंतर हो रही रेलवे की प्रगति का प्रतीक है।
इसके बनने से कोलकाता निवासियों को सुविधा, और देश को गर्व का अनुभव होगा। pic.twitter.com/MDzj42s5XZ
— Piyush Goyal (@PiyushGoyal) August 8, 2019