রাজীব ঘোষ : ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এক অনুষ্ঠানে দেশের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদ নিয়ে তার নিজের মতামত প্রকাশ করেছেন।উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু জানান, তিনি দেশের উপ-রাষ্ট্রপতি হতে চান নি।ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং সামাজিক কার্যকর্তা নানাজী দেশমুখের পথেই দলীয় রচনাত্মক কাজ করতে চেয়েছিলেন।নাইডু বলেন, যেদিন তার নাম দেশের উপ-রাষ্ট্রপতি পদের জন্য ঠিক করা হয়েছে, সেদিন থেকে তিনি বারবার একটা কথা ভেবেছেন যে, তিনি আর বিজেপির দলীয় অফিসে যেতে পারবেন না এবং দলের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
নাইডু এটাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ ছাড়া দল তাকে সবকিছুই দিয়েছে।কারন প্রধানমন্ত্রী পদের যোগ্য তিনি নন।তিনি বলেন, সত্যি কথাটা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম।আমি কখনোই উপ-রাষ্ট্রপতি হতে চাই নি।বেঙ্কাইয়া নাইডু তার এই ইচ্ছার কথা নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকার গঠনের সময় তাকে জানিয়েছিলেন,বলে জানান তিনি।নাইডুর কথায়, তিনি দলের রচনাত্মক কাজ করার জন্য পরিকল্পনা করেছিলেন।তিনি বলেন, আমি খুব খুশি হয়েছিলাম এই ভেবে যে দলীয় পরিকল্পনা ও কর্মসূচির কাজ এবার থেকে করতে পারবো।
কিন্তু সেটা হলো না।নাইডু আরো জানান, দেশের উপ-রাষ্ট্রপতি পদের জন্য অন্য নামের প্রস্তাব দিয়েছিলাম।কিন্তু ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পার্লামেন্টারি বোর্ডের সভার পর জানান, দলের মধ্যে সকলেই একটি বিষয়ে একমত যে দেশের উপ-রাষ্ট্রপতি পদে আপনিই একমাত্র উপযুক্ত ব্যক্তি।বেঙ্কাইয়া নাইডু তার এই ইচ্ছার কথা এক অনুষ্ঠানে জানান।