এবার ধর্ষনের অভিযোগ সারেগামাপা খ্যাত ‘নোবেল’ এর বিরুদ্ধে! কি হতে চলেছে তার ভবিষ্যৎ? জানুন বিস্তারিত

‘নোবেল’ নামটা কমবেশি বাংলার সমস্ত সঙ্গীতপ্রেমী শুনেছে। আর শুনবে নাই বা কেন? সারেগামাপা’র মঞ্চে তার সুরের জাদুতে মোহিত হয়েছে সমস্ত বাঙালি। এবার তার বিরুদ্ধে ওঠলো এক বড়সড় অভিযোগ। ধর্ষনের অভিযোগে…

Avatar

‘নোবেল’ নামটা কমবেশি বাংলার সমস্ত সঙ্গীতপ্রেমী শুনেছে। আর শুনবে নাই বা কেন? সারেগামাপা’র মঞ্চে তার সুরের জাদুতে মোহিত হয়েছে সমস্ত বাঙালি। এবার তার বিরুদ্ধে ওঠলো এক বড়সড় অভিযোগ। ধর্ষনের অভিযোগে ফাঁসলেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের গোপালগঞ্জের এক মহিলার অভিযোগ, নোবেল একের পর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। আর সেটা তার বাবা-মাও খুব ভালো করে জানে। নোবেলের জন্য ওই মহিলা কঠোর শাস্তির দাবি করেন, পুলিশের কাছে। এবিষয়ে নোবেলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু আদেও কি এই অভিযোগ সত্যি? সঙ্গিতমহলে এই নিয়ে বিতর্ক তুঙ্গে।