এবার ATM থেকে টাকার বদলে পাওয়া যাবে এই জিনিসটি! জানলে আপনিও অবাক হবেন

ভারত বার্তা ডেস্ক : দেশবাসির স্বাস্থ্য সুরক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। অনেক দিন আগেই এই যোজনার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এবার থেকে ATM এও মিলবে ওষুধ। খুসির খবর…

Avatar

ভারত বার্তা ডেস্ক : দেশবাসির স্বাস্থ্য সুরক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। অনেক দিন আগেই এই যোজনার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এবার থেকে ATM এও মিলবে ওষুধ। খুসির খবর এটাই যে, এই পরিষেবা পেতে কোন টাকা দেওয়া লাগবেনা। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় ৩০০ রকমের ওষুধ। তবে, প্রথমে ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হবে৷ এছাড়াও ফোন করেও নিতে পাড়েন ওষুধপত্র৷ প্রাথমিক ভাগে অন্ধ্রপ্রদেশের ১৫টি জায়গায় এই ATM (Any Time Medicine) বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার৷

কিভাবে ২০ লক্ষ টাকা লোণ পাওয়া যাবে মোদী সরকারের কাছ থেকে, জেনে নিন!