রাষ্ট্রসংঘের চার্টারের মাধ্যমে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে চিন। একপক্ষীয় কোনো সিদ্ধান্ত পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে বলে মত প্রকাশ করেছে চিন। চিনের বিদেশমন্ত্রী বলেছেন, কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন চিন। চিনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করে যাবে। যদিও চিনের বিদেশমন্ত্রী বলেছেন, ভারত ও পাকিস্তানের উভয়েই চিনের বন্ধু রাষ্ট্র।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত প্রসঙ্গে চিন বলেছে, বিষয়টি আলোচনার মাধ্যমে নিস্পত্তি করতে হবে।কোনো পক্ষের স্হিতাবস্হা পরিবর্তন করে উত্তাপ বাড়ানো উচিত নয়। চিনের সঙ্গে বৈঠকের পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেছেন, চিন নাকি বলেছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান আগ্রাসী।চিনকে সঙ্গে করে পাকিস্তান কাশ্মীরিদের আওয়াজ বিশ্বের সামনে তুলে ধরতে চায়।বলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তিনদিনের চিন সফরের আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী চিন সফরে যান।