তিন তালাক নিয়ে এক মুসলিম মহলার সাথে যা হল, আপনি কল্পনাও করতে পারবেন না!

সম্প্রতি সংসদে পাশ হয়েছে তিন তালাক বিরোধী আইন। নয়া আইন অনুযায়ী লিখিত বা তাৎক্ষণিক তিন তালাক এখন ফৌজদারি অপরাধ। কিন্তু আইন পাশ হওয়ার পরেও থামছেনা এই ঘটনা। এক মহিলা দাবি…

Avatar

সম্প্রতি সংসদে পাশ হয়েছে তিন তালাক বিরোধী আইন। নয়া আইন অনুযায়ী লিখিত বা তাৎক্ষণিক তিন তালাক এখন ফৌজদারি অপরাধ। কিন্তু আইন পাশ হওয়ার পরেও থামছেনা এই ঘটনা। এক মহিলা দাবি করেছেন যে ওষুধ কেনার জন্যে ৩০ টাকা চাওয়ার স্বামী তিন তালাক দিয়েছেন তাঁকে।ঘটনাটি উত্তর প্রদেশের হাপুর জেলার। “বছর তিনেক আগে আমার বিয়ে হয়। আমি স্বামীর কাছে ওষুধ কেনার জন্যে ৩০ টাকা চাই, তখনই তিনি আমার উপর চেঁচাতে শুরু করেন ও তিন তালাক দেন। তালাক দেওয়ার পরেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমায় বাড়ি থেকে বের করে দেয়”, অভিযোগ ওই মহিলার। তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। দুই সন্তানও রয়েছে তাঁর। মহিলার অভিযোগ তাঁর দুই বাচ্চাকেও তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। দুই সন্তানের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছেনা। হাপুরের ডিএসপি রাজেশ সিং জানিয়েছেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।