রাজীব ঘোষ : লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বিজেপির উত্থান হয়েছে।ফল বেরনোর পর থেকেই দলে দলে তৃণমূল নেতা কর্মীরা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছেন।একদিকে তৃণমূল কংগ্রেসের নৌকা ডুবেছে, সেখানেই উড়েছে গেরুয়া নিশান।ব্যাপক হারে দলবদলের পালা শুরু হয়ে যায়।রাজ্যের বেশ কয়েকটি পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যায়।যদিও পরে দলত্যাগী তৃণমূল কাউন্সিলররা ঘর বাপসি করেন।
তৃণমূল কয়েকটি পুরসভা পুনরুদ্ধার করে। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে দুর্গাপুজোয় বিজেপির সাংসদ,বিধায়ক,নেতা কর্মীদের অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।সেই লক্ষ্যে এরাজ্যের বিজেপি নেতারা বিভিন্ন পুজো কমিটিতে অংশ নিতে চাইছেন।একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অংশ নিয়ে বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিকে কটাক্ষ করে বলেন, বিজেপি চাইলেও পশ্চিমবঙ্গের দুর্গাপুজো দখল করতে পারবে না।কলকাতার এই একডালিয়া এভারগ্রিনের পুজো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত।এই অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনিও বিজেপির বাংলা দখলের চেষ্টাকে কটাক্ষ করেছেন।সুব্রত মুখোপাধ্যায় এই খুঁটিপুজোয় অংশ নিয়ে বিজেপিকে নিশানা করে বলেন, আগে এই বছরটা ওরা আমাদের কাছে ট্রেনিং নিক।ওরা পঞ্চায়েত, পুরসভা, এম এল এ যে স্টাইলে দখল করছে, সেই স্টাইলে পুজো দখল করতে চাইছে।এভাবে হয় না।বিজেপি চাইলেও এরাজ্যের পুজো দখল করতে পারবে না। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, এরাজ্যে পুজোয় ওভাবে কবজা করা যায় না।
পুজো কবজা করতে এলে মুখ থুবড়ে পড়তে হবে বিজেপিকে। শোভনদেব চট্টোপাধ্যায় এদিন একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় ঢাক বাজান।অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়কে ফুল,বেলপাতা সহ মনযোগ সহকারে পুজো দিতে দেখা যায়।এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।