নিজস্ব সংবাদদাতা: চাষের মরশুমের শুরুতে বৃষ্টির আকাল। অপেক্ষার প্রহর গুনছে চাষীরা। মৌসুমী বৃষ্টিপাতের কোন খবর নেই দক্ষিণবঙ্গে। তবে এরই মাঝে চাষীর মুখে হাসি ফোটাতে পারে আজকের নিম্নচাপ। উত্তর পূর্ব বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের সঞ্চার ঘটেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কাল থেকে প্রবল বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার নিম্নচাপ জনিত বর্ষণের তীব্রতা সর্বাধিক হবে বলেই আশঙ্কা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণের রেশ থাকবে। আজ বিকেল থেকে হালকা বৃষ্টি হতে পাতে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। নিম্নচাপের কারণে সমুদ্রগামী মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকৃষি মরশুমের শুরুতে নিম্নচাপের এই বৃষ্টি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে। বৃষ্টির অভাবে থমকে থাকা কৃষিকাজ পুরোদমে শুরু হতে একটানা বৃষ্টির প্রয়োজন। তাই এই বৃষ্টি চাষীর কপালের ভাঁজ কমাবে বলেই আশা করছেন অনেকে।