বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিন পনেরো আগেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। কিন্তু অর্ধেক শ্রাবণ চলে যাওয়া সত্বেও রাজ্যের অনেক জেলাই এখনও বৃষ্টির সেইরকম প্রভাব দেখতে পাওয়া যাইনি। তবে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি জনিত কিছু সুখবর পাওয়া গেছে। তবে কি বলছে আবহাওয়া দফতর? আসুন দেখে নেওয়া যাক।
১. দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া পূর্বাভাসের দাবি, এই সপ্তাহের শেষেই দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে।
২. ৩-৪ আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের দাবি যে এই বৃষ্টিপাত টানা ৩-৪ দিন ধরে চলতে পারে।
৩. পশ্চিমবঙ্গের গঙ্গেয় উপকূলে আগামী ৪৮-৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপাগরে এক নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপের শক্তি বাড়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল হারে বৃষ্টি হতে চলেছে, দাবি আবহাওয়া দপ্তরের।