বাড়ি ফাঁকা। সময় আর সুযোগ দুই হাতে পেয়েই অনলাইনে স্ট্রিপ করছেন স্ত্রী। অ্যাডাল্ট ওয়েবসাইটে দেখানো হচ্ছে একের পর এক নিজের দেহের সব আবরণ খুলে ফেলছেন ওই মহিলা। এমনটাই চলছিল। হঠাৎ বাড়িতে ঢুকে পড়লেন স্বামী। হাতে-নাতে ধরা। অর্ধনগ্ন অবস্থায় স্ত্রীকে ধরে ফেলেছেন স্বামী। সামনে যে কম্পিউটারটি খোলা ছিল, তাতে দেখা যাচ্ছিল, অপ্রান্তে বসে রয়েছেন একব্যাক্তি, যিনি ওই মহিলার একে একে দেহের সমস্ত কাপড় খুলে ফেলা দেখছিলেন।
পরে জানা যায় ওই ব্যক্তি আসলে মহিলার গ্রাহক। স্বামী বাড়িতে না থাকার সুযোগে মহিলা স্ট্রিপ করে অর্থ উপার্জন করতেন। একবার দুবার নয়, বহুবার এই কাজ করেছেন ওই মহিলা। এমনকি পর্ন সাইটগুলিতেও আপলোড করা হয়েছে স্ট্রিপিং ভিডিও।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases