বিদেশের মাটিতে দেশের জয়ধ্বনি, যেটা জানলে গর্বিত হবেন আপনিও!

আজ ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। দেশের ছোটো থেকে বড়ো সমস্ত শহরে, গ্ৰামে জাঁকজমকপূর্ণ ভাবেই পারিনি হয় স্বাধীনতা দিবস। স্মরন করা হয় ভারতের সমস্ত শহীদদের। যাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতা লাভ…

Avatar

আজ ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। দেশের ছোটো থেকে বড়ো সমস্ত শহরে, গ্ৰামে জাঁকজমকপূর্ণ ভাবেই পারিনি হয় স্বাধীনতা দিবস। স্মরন করা হয় ভারতের সমস্ত শহীদদের। যাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতা লাভ করি। এরেই মধ্যে আজ পাকিস্তানে ওড়লো ভারতীয় পতাকা। পতাকা উত্তোলন করা হয় ভারতীয় হাই কমিশনে। পতাকা উত্তোলন করেন চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়া। সেই সঙ্গে ভারতীয় হাইকমিশনের সমস্ত সদস্য ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়ে কাঁপিয়ে দেয় গোটা পাকিস্তান।