বড় খবরঃ আবার সরকারী পদে নিয়োগ রাজ্যে!

চাকরি খুঁজে খঁজে হন্যে ? রইল সুখবর! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার। চলতি বছর অনেক শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর অনুযায়ী প্রায় ৮,২০০ জন…

Avatar

চাকরি খুঁজে খঁজে হন্যে ? রইল সুখবর! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার। চলতি বছর অনেক শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর অনুযায়ী প্রায় ৮,২০০ জন নার্স নিয়োগ করা হবে। তার পাশাপাশি ৮১৯ ফেসিলিটি ম্যানেজারের পদেও নিয়োগ করা হবে।
এছাড়া যে পদগুলিতে নিয়োগ করা হবে সেইগুলি হলো :
•ফার্মাসিস্ট
•ফার্মেসি কলেজের অধ্যক্ষ
•মেডিক্যাল টেকনোলজিস্ট
•ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার
•লাইব্রেরিয়ান
এছাড়া আরও কিছু পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। খুব শীঘ্রই এই রিক্ত পদগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে।