সম্প্রতি বেপাত্তা তৃণমূল ঘনিষ্ঠ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার। কিন্তু রাজীব কুমার এখন কোথায়? তা ঘিরে নানা জল্পনা। এই প্রেক্ষাপটে কদিন আগে বিজেপির রাজ্যসভাপতি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই লুকিয়ে রয়েছেন রাজীব কুমার। এবার এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্যসভাপতির থেকে আলাদা পথ অবলম্বন করলেন বিজেপি নেতা অর্জুন সিং।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন একদা তৃণমূলের ‘বাহুবলী’ নেতা অর্থাৎ বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং। সারদা মামলায় রাজীব কুমারকে সিবিআই তলব নিয়ে ব্যারাকপুরের এই সাংসদ বলেন, “ একজন আইপিএস অফিসার কে ছুটি নিতে গেলে ফোন নম্বর ও ঠিকানা জানিয়ে দিয়ে যেতে হয়। আর রাজীব কুমার কিছু না জানিয়েই ঘুরে বেড়াচ্ছেন। ওনাকে পাওয়া যাচ্ছে না। উনি মুখ খুললে সারদা-নারদার সব তথ্য বেরিয়ে আসবে।
তাই সরকার ওনাকে আড়াল করছে। রাজীব কুমারের পরিবারের লোকজনকে বলছি, রাজীব কুমার জীবিত থাকলে অবিলম্বে ওনাকে আত্মসমর্পণ করতে বলুন। নইলে আমাদের সন্দেহ রয়েছে যে মুখ্যমন্ত্রী ওনাকে খুন করিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী জানেন, রাজীব কুমার মুখ খুলে দিলে তৃণমূল সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তৃণমূলের গুন্ডারা ওনার ক্ষতি করতে পারে।”














