Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় সেনাদের যা ইঙ্গিত দেখালো ভিনা মালিক, ক্ষুব্ধ ভারতীয় নেটিজেনরা!

উষ্ণতায় কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ভারতের কাজ করেছিলেন, পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। যদিও বিশেষ অবদান রাখতে পারেননি। সেই বিনা মালিক সরাসরি অপমান করল ভারতীয় সেনাকে। আর্টিকল 370 বিলুপ্তকরণের পর একের…

Avatar

উষ্ণতায় কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ভারতের কাজ করেছিলেন, পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। যদিও বিশেষ অবদান রাখতে পারেননি। সেই বিনা মালিক সরাসরি অপমান করল ভারতীয় সেনাকে। আর্টিকল 370 বিলুপ্তকরণের পর একের পর এক পাক অভিনেত্রী অভিনেতা ভারত বিরোধী কথা বলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তাই আর একবার অভিনেত্রী বিনা মালিক বাদ দেননি। কিন্তু বিল পাস এখনো হয়নি অথচ সরাসরি অপমান করছে ভারতীয় সেনাকে অভিনেত্রী বিনা।

গত রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবিতে এমন অঙ্গভঙ্গি করেছেন যা সত্যিই অত্যন্ত অপমানজনক।ক্যাপশনে লিখেছেন #INDIANARMY এবং লিখেছেন কাশ্মীরে নাকি ভারতীয় সেনাদের নিসংশতা চলছে। এই টুইটের আক্রমণে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা । কেউ কেউ মনে করাতে চেয়েছে বলিউডে কেমন শরীর প্রদর্শন করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author