রাজীব ঘোষ : লেখিকা তসলিমা নাসরিন ভারতের স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ছবি পোষ্ট করেছেন ফেসবুকে।দেশবাসীকে ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।হাসিমুখে তেরঙা হাতে নিয়ে ছবি তুললেন।বাড়ির ছাদেও ওড়ালেন ভারতের জাতীয় পতাকা।ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসে তসলিমা নাসরিন লিখলেন,আজ ১৫ ই আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম।ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি?অধিকাংশ বুঝি না।
আমাদের দিশি শাসকেরা সেই শাসকদের অনুকরণ করেন,যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম।তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও।শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝান্ডা ওড়াও।মানুষের অধিকারের জন্য তার লড়াই।তসলিমা নাসরিন পদে পদে বুঝিয়ে দেন,দেশ,কাল,সীমানার।গন্ডিতে তার লড়াই থেমে থাকবে না।শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার সংগ্রাম।তিনি ভারতে থাকুন বা অন্য কোনো দেশে মানুষের অধিকার নিয়ে তার লেখা, লড়াই কোনোটাই থামবে না।তসলিমা নাসরিন এখনো দেশ ছাড়ার ব্যথা অনুভব করেন।২৫ বছর আগে তিনি তার দেশ ছেড়ে এসেছিলেন।
নিজের দেশ,নিজের ঘর,নিজের মানুষদের ছেড়ে আসার যন্ত্রণা তাকে যথেষ্ট অস্বস্তি দেয়।তবে তসলিমা নাসরিন নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছেন।ভারত এখন তার নতুন ঘর,নতুন আস্তানা।তসলিমা নাসরিন এর আগে একটি পোষ্টে লিখেছিলেন, ৮ ই আগস্ট, ১৯৯৪ আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি লেখেন,৮ ই আগস্ট, ২০১৯,মাঝখানে ২৫ বছর চলে গেছে।আমি এখনো দেশহীন,গৃহহীন।তসলিমা নাসরিন এখন থাকেন ভারতের রাজধানীতে।তসলিমা নাসরিনের কথায় এখনো তিনি দেশছাড়ার ব্যথা অনুভব করেন।