ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে ২২৩-এ এসে দাঁড়িয়েছে। যার মধ্যে এখনো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবথেকে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। তবে বাকি রাজ্যতেও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশকে।
তবে এর মধ্যে আপাতত স্বস্তির কথা শুনিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। তারা বলেছেন যে করোনা ভাইরাস এখন ও ‘কমিউনিটি ট্রান্সমিশন’ -র স্টেজে আসেনি। অর্থাৎ ভারত এখনো স্টেজ ২-তে আছে। করোনা আক্রান্ত কোন ও ব্যক্তির সংস্পর্শে বা করোনা আক্রান্ত কোনো দেশে গেলে সংক্রমণ হয় ঠিকই। কিন্তু সেটা না করেও যদি কোন ও ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে তখনই বলা হয় ‘কমিউনিটি ট্রান্সমিশন।’ এই ট্রান্সমিশনের ফলে সংক্রমণ দ্রুত ছড়াবে এবং আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে। যা আরও বেশি উদ্বেগের বিষয়।
তবে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বিদেশ থেকে না আসা কিন্তু জ্বর -কাশি হয়েছে এরকম প্রায় ৮২৬ জন রোগীকে পরীক্ষা করেছিলেন। তবে স্বস্তির খবর এই যে তাদের সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তাদের কারোর মধ্যে ভাইরাস সংক্রমিত হয়নি। বুধবার চেন্নাইয়ের এক ব্যক্তির করোনা পজিটিভ আসে কিন্তু তিনি বিদেশ যাননি। যা চিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে না হলেও পরে জানা যায় যে তিনি কয়েকদিন আগেই দিল্লির এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, আর তার থেকেই তিনি সংক্রমিত হয়েছেন। এরপরই চিকিৎসকরা নিশ্চিন্ত হন এবং ভারত যে এখনো স্টেজ ২-তে আছে তার উল্লেখ করেন।